WhatsApp

আপডেট করলেই হোয়াটসঅ্যাপের আড্ডা জমে যাবে, কেন? জেনে নিন

এক ছাদের তলায় থাকলেও ফেসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ‘সংসার’ করে আলাদা ভাবে। যে ফিচার অনেক আগেই মেসেঞ্জার ব্যবহারকারীরা পেয়ে গিয়েছেন সেটা এখন পেতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন বছরে অ্যানিমেশন ছবি (জিফ)-র সম্ভার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ১৬:০২
Share:

জিফি ছবির সম্ভার

এক ছাদের তলায় থাকলেও ফেসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ‘সংসার’ করে আলাদা ভাবে। যে ফিচার অনেক আগেই মেসেঞ্জার ব্যবহারকারীরা পেয়ে গিয়েছেন সেটা এখন পেতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন বছরে অ্যানিমেশন ছবি (জিফ)-র সম্ভার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। যদিও গত বছর নভেম্বরে হোয়াটসঅ্যাপে জিফ ফরম্যাট সার্পোট করবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ডিসেম্বরে আইফোনে চালু হয়। আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পেতে চাইলে গুগল স্টোর থেকে আপডেট করে নিতে হবে হোয়াটসঅ্যাপ।

Advertisement

হোয়াটসঅ্যাপ বিটা ২.১৭.৬ সংস্করণে নানা স্বাদের অ্যানিমেশন ছবির লাইব্রেরি পাবেন সম্পূর্ণ ফ্রি-তে। প্রিয়জনের সঙ্গে কথোপকথনে টুইস্ট আনতেই এইসব অ্যানিমেশন ছবি আনা হয়েছে। ইমোজি বাটনের মধ্যেই পাবেন জিফ-এর সম্ভার। এর সঙ্গে আরও একটি নতুন ফিচার রয়েছে এই নতুন হোয়াটসঅ্যাপ সংস্করণে। ১০টি শেয়ার লিমিট বাড়িয়ে ৩০টি করা হয়েছে। অর্থাত্ প্রিয়জনকে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারবেন।

আরও পড়ুন- নতুন স্মার্টফোনের দাম শুনে ভিরমি খাচ্ছেন মোবাইলপ্রেমীরা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement