হোয়াট্সঅ্যাপের প্রাইভেসি ফিচারে কী বদল আসছে? ফাইল চিত্র।
গোপনীয়তা রক্ষার জন্য নানা রকম ফিচার প্রায়ই এনে থাকে হোয়াট্সঅ্যাপ। আবারও তেমনই বদল আসছে। প্রাইভেসি সেটিংসে কিছু অদলবদল করছে হোয়াট্সঅ্যাপ। নতুন ফিচারে গ্রাহকদের নিরাপত্তা আরও বাড়বে, তেমনই দাবি করেছে মেটা।
প্রথমত, ছবি ও ভিডিয়ো পাঠানো, ডাউনলোডের পদ্ধতিতে পরিবর্তন আসছে বলে হোয়াট্সঅ্যাপের তরফে জানানো হয়েছে। গ্রাহকের অনুমতি ছাড়া হোয়াট্সঅ্যাপের চ্যাটে আসা ছবি বা ভিডিয়ো ডাউনলোড হবে না। এ বার প্রশ্ন আসতেই পারে, ‘অটো-ডাউনলোড’ অপশনটি বন্ধ থাকলেই তো আর নিজে থেকে ছবি বা ভিডিয়ো ডাউনলোড হয় না। তা ঠিকই, কিন্তু আপনি যখন কোনও ছবি ডাউনলোড করে দেখছেন, তখন সেটি ফোনের গ্যালারিতে জমা থাকছে। ভিডিয়োর ক্ষেত্রেও তাই। অনেকেই নিজের চ্যাটবক্সে ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো রাখেন বা সেগুলি অন্যকে পাঠান। সেই সব ছবি বা ভিডিয়ো কিন্তু ফোনের মেমরিতেও জমা থাকে। চ্যাট থেকে ডিলিট করে দেওয়ার পরেও। সেই সমস্যারই সমাধান করতে চলেছে হোয়াট্সঅ্যাপ।
ব্যাপারটা কেমন?
ধরুন, আপনার চ্যাটে এমন কোনও ছবি বা ভিডিয়ো এল, যা আপনি গোপনই রাখতে চান। সে ক্ষেত্রে নতুন ফিচারটি চালু করলে আপনি সেই ছবি বা ভিডিয়োতে ক্লিক করে কেবল সেটি দেখতে পারবেন। সেই ছবি বা ভিডিয়ো নিজে থেকে ডাউনলোড হয়ে ফোনে জমা হবে না। আপনি যত বার খুশি সেটি খুলে দেখতে পারেন বা অন্যকে পাঠাতে পারেন, সব ক্ষেত্রেই কেবল হোয়াট্সঅ্যাপের চ্যাটবক্সেই থাকবে। ফোনের গ্যালারি, মিডিয়া স্টোর, মেমরি কোথাও জমা হবে না। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই নয়া ব্যবস্থা আনা হচ্ছে বলে জানানো হচ্ছে।
হোয়াট্সঅ্যাপ ভয়েস মেসেজেও এমন সুবিধা পাওয়া যাবে। মেসেজটি ক্লিক করে শোনা যাবে, তবে সেটি ফোনের মেমরিতে থাকবে না। এতে ফোনের মেমরিতে অতিরিক্ত জায়গা নষ্ট হবে না আর গ্রাহকের গোপনীয়তাও বজায় থাকবে।