Football Match

বুট পরা পায়ে বল, পেনাল্টি, ফ্রি-কিক, পরনে শাড়ি আর গোলপোস্টে ছকভাঙা নারী

২০ থেকে ৭২, সকলেই শাড়ি পরে। রান্নাঘরে নয়, খেলার মাঠে। কখনও বল পায়ে দৌড়চ্ছেন, কখনও অন্যের পা থেকে বল ছিনিয়ে নিয়ে জালে জড়িয়ে দিচ্ছেন বল।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৯:১০
Share:

ফুটবল যে শুধু পাড়ার গলিতে, মাঠে ছেলেছোকরাদের খেলার জিনিস নয়। ছবি- ভিডিয়ো থেকে।

একে তো ফুটবল, তা-ও আবার শাড়ি পরে? ফুটবল যে শুধু পাড়ার গলিতে, মাঠে ছেলেছোকরাদের খেলার জিনিস নয়, সে কথা আরও এক বার প্রমাণ করলেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক দল মহিলা। ২০ থেকে ৭২, সকলের পরনেই ছিল শাড়ি। আর সেই শাড়ির আঁচল কোমরে গুঁজে বেমালুম জালে বল জাড়ালেন তাঁরা। ‘গোল ইন শাড়ি’ টুর্নামেন্টের সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, রংবেরঙের শাড়ি পরে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন একদল মহিলা খেলোয়াড়। শুধু কি তাই? বিপক্ষ দলের সদস্যদের পা থেকে বল ছিনিয়ে নিয়ে জালে জড়িয়ে দিচ্ছেন বল। স্টেডিয়াম জুড়েও ছিলেন মেয়েরা। গোয়ালিয়র পৌরসভা এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী মহিলাদের বয়স ছিল ২০ থেকে ৭২ বছর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন