মেকআপ হতে পারে ভয়ের কারণ, কেন জানেন?

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ১৫:৪৩
Share:

বাইরে বেরোতে হবে। হাতে সময় কম।কিন্তু মেকআপ ছাড়া বেরোবেন কী করে।মস্তিষ্কের অন্দরমহলে এই ভাবনা ঘুরপাক খাচ্ছে? আর না ভেবে আত্মবিশ্বাসের সঙ্গে মেকআপ ছাড়াই বেরিয়ে পরুন।

Advertisement

মহিলাদের আসল পরিচয় ঢেকে দেয় মেকআপ

মেকআপ তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এই দাবি করে তর্ক করেন যে সকল মহিলা, তাঁরা বোঝেন না এটা সাময়িক।মেকআপ করার পর মহিলারা কি আয়নার সামনে 'আসল আমি'কে দেখতে পান? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ফর্টিস হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা: পারুল টাঙ্ক জানিয়েছেন, মহিলাদের অন্তরের সৌন্দর্য্যের সঙ্গে বাইরের আসল সৌন্দর্য্য প্রকাশ করা প্রয়োজন, মেকআপ করা সৌন্দর্য্য নয়।

Advertisement

কসমেটিক কোম্পানিগুলির জন্য কঠোর আইন নেই

ভারতে ব্যবহৃত অধিকাংশ কসমেটিক কোম্পানির মেকআপই ব্যবহারের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।কিন্তু এই ব্যাপারে কঠোর কোনও আইন নেই।

আয়ুর্বেদিক পণ্যও বিশ্বাসযোগ্য নয়

কিছু কিছু সময় আয়ুর্বেদিক মেকআপও ত্বকের জন্য হানিকারক হয়ে উঠছে। কারণ দেখা যাচ্ছে এর মধ্যেও কিছু রাসায়নিক দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement