Do Not Share Mobile Number

ক্রেতাদের ফোন নম্বর দিতে বাধ্য করা যাবে না, বিক্রেতাদের জন্য জারি নতুন নিয়ম

ফোন নম্বর থেকে হওয়া জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ২০:৩৬
Share:

ক্রেতা সুরক্ষায় নয়া নিয়ম। ছবি- সংগৃহীত

ভুয়ো মেসেজ বা ফোনের মাধ্যমে হওয়া আর্থিক জালিয়াতি রুখতে তৎপর সরকার। তাই ফোন থেকে হওয়া তেমন জালিয়াতি রুখতে ক্রেতাদের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কেনাকাটা করার পর বিল দেওয়ার নাম করে কোনও ক্রেতার ব্যক্তিগত ফোন নম্বর দিতে বাধ্য করা যাবে না।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উপভোক্তা বিষয়ক দফতরের সচিব রোহিত কুমার সিংহ বলেন, “কেনাকাটা করার পর ফোন নম্বর না দিলে সেই রসিদ দিতে অস্বীকার করেন বহু বিক্রেতা। উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী যা সম্পূর্ণ ভাবে অনৈতিক।”

Advertisement

তিনি জানিয়েছেন, ক্রেতাদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে খুচরো এবং ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ এবং ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রি’-র মতো সংস্থাগুলিকে এই নির্দেশ পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন