Virat Kohli

নতুন ফোন হারিয়ে শোকে পাথর বিরাট কোহলি! তারকাকে মন ভাল করার পথ দেখাল জ়োম্যাটো

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে বিরাট অনুরাগীদের জানিয়েছেন যে, তিনি তাঁর নতুন ফোনটি হারিয়ে ফেলেছেন। এই পরিস্থিতিতে বিরাটের ঠিক কী করা উচিত, তার হদিস দিয়েছে জ়োম্যাটো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৯
Share:

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে বিরাট অনুরাগীদের জানিয়েছেন যে, তিনি তাঁর নতুন ফোনটি হারিয়ে ফেলেছেন। ছবি: সংগৃহীত।

বিড়ম্বনায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে বিরাট অনুরাগীদের জানিয়েছেন যে, তিনি তাঁর নতুন ফোনটি হারিয়ে ফেলেছেন। বিরাট টুইটারে লিখেছেন, ‘‘বাক্স থেকে ফোন বার করার আগেই সেটি যদি হারিয়ে যায়, তা হলে তার চেয়ে বেশি দুঃখের আর কিছুই হয় না।’’

Advertisement

বিরাট টুইট করার সঙ্গে সঙ্গেই নেটিজ়েনদের মধ্যে এই নিয়ে নানা মন্তব্য শুরু হয়ে যায়। পিছিয়ে নেই খাদ্য সরবরাহকারী সংস্থা জ়োম্যাটোও। এই পরিস্থিতিতে বিরাটের ঠিক কী করা উচিত, তার হদিস দিয়েছে তারা। বিরাটের টুইটের পাল্টা জবাব দিয়েছে জ়োম্যাটো। সংস্থার তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘যদি আপনার কষ্ট হয়, তা হলে এই পরিস্থিতিতে আপনি বৌদির (অনুষ্কা শর্মা) ফোন থেকে আইসক্রিমের বরাতটা দিতে পারেন।’’

এই টুইটটি ভাইরাল হওয়ার পর নেটিজ়েনদের মধ্যে চর্চার শেষ নেই। কেউ কেউ বিরাটের এই ক্ষতি নিয়ে বেশ চিন্তিত। কেউ আবার এই টুইটবার্তা নিয়ে মশকরা করতেও ছাড়েননি। এক জন লিখেছেন, ‘‘বৌদি যদি সুইগি ব্যবহার করেন তা হলে কী হবে?’’ আর এক জন লিখেছেন, ‘‘জ়োম্যাটো সংস্থাটি ব্যবসা বেশ ভালই বোঝে। কোন পরিস্থিতি নিজের সংস্থার প্রচার করলে লাভজনক হবে সেই বুদ্ধিটা বেশ ভালই আছে জ়োম্যাটোর!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন