জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বিদ্যুৎ বিপর্যয়
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
বিদ্যুৎ বিপর্যয়ে নাজেহাল হতে হল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের। শুক্রবার সন্ধ্যে থেকেই পুরোপুরি অন্ধকারে ডুবে যায় প্রসূতি ও শিশু বিভাগ-সহ হাসপাতালের একটা বড় অংশ। ব্লাড ব্যাঙ্কের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র অকেজো হয়ে পড়ে। প্রায় সাড়ে তিনশো চিকিৎসাধীন রোগীর তখন প্রাণান্ত অবস্থা। হাসপাতাল সুপার শাশ্বত মণ্ডল বলেন, “হাসপাতালে তিনটি ফেজে বিদ্যুৎ সরবরাহ হয়। দুটি ফেজে বিদ্যুৎ নেই। একটি ফেজে বিদ্যুৎ থাকলেও তাতে ভোল্টেজ কম। ফলে রোগীরা সমস্যায় পড়েছেন। ব্লাড ব্যাঙ্কে রক্ত রয়েছে। বেশিক্ষণ বিদ্যুৎ না থাকলে সব রক্ত নষ্ট হয়ে যাবে।” এ দিকে যেহেতু এলাকায় বিদ্যুৎ রয়েছে তাই আইনগত ভাবে জেনারেটরও চালানো যায়নি। বিদ্যুৎ বিভাগের সহকারী বাস্তুকার পুষ্পেন্দু পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানান, রাতে কিছু করা যাবে না। তবে শনিবার থেকে যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায় তা তিনি দেখবেন। বিদ্যুৎ না থাকায় রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা পড়েন সঙ্কটে। রাত্রি ১০ টা নাগাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে টেলিফোন করে পরিস্থিতি জানান সুপার। তাঁর অনুমতি নিয়ে শেষ পর্যন্ত জেনারেটর চালান হয়।
ছাত্রীর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। মৃতের নাম স্মৃতি দত্ত(১৬)। তার বাড়ি খড়গ্রামের ঝিল্লি হাটতলা এলাকায়। শুক্রবার বিকেলে গায়ে আগুন দেয় সে। গুরুতর জখম অবস্থায় বীরভূম জেলার রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ওই ছাত্রী। তবে উত্তীর্ণ হতে পারেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।