দারিদ্র নিত্যসঙ্গী

লড়াইটা শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গেও। তার উপরে প্রতিকূল প্রকৃতি। সম্প্রতি অতি বৃষ্টিতে ভেঙে গিয়েছে মাটির ঘর। সমস্যায় পড়েছেন হাওড়ার শ্যামপুরের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী মানুষেরা। শুক্রবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতার ‘মেডিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রাস্ট’ নামে একটি সংস্থা।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০২:৪৯
Share:

ছবি: সুব্রত জানা।

লড়াইটা শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গেও। তার উপরে প্রতিকূল প্রকৃতি। সম্প্রতি অতি বৃষ্টিতে ভেঙে গিয়েছে মাটির ঘর। সমস্যায় পড়েছেন হাওড়ার শ্যামপুরের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী মানুষেরা। শুক্রবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতার ‘মেডিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রাস্ট’ নামে একটি সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে চিকিৎসক মৌলিমাধব ঘটক শ্যামপুরেরই শশাটি গ্রামের প্রতিবন্ধীদের হাতে তুলে দিলেন ত্রিপল ও চাল। আর তাঁদের রাখি পরালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন