পুজোর সময় স্বাস্থ্য-শিবির

পুজোর সময় শহরের একাধিক জায়গায় স্বাস্থ্য শিবির করা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে এ কথা জানান মেয়র।

Advertisement
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০২:২৭
Share:

পুজোর সময় শহরের একাধিক জায়গায় স্বাস্থ্য শিবির করা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে এ কথা জানান মেয়র। এই শিবির থেকে প্রাথমিক চিকিৎসার সুবিধা থেকে প্রচার সবই মিলবে। এমনকী পুর এলাকার প্রতিটি মণ্ডপে পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক ব্যানার, ফেস্টুন দেওয়া হবে। তা সমস্ত পুজো উদ্যোক্তাদের লাগাতে হবে বলেও এদিন জানানো হয়। এদিন পুরসভার অধীন ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের অধীনে কর্মরত শতাধিক অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের ছাতা, ব্যাগ ও দুটি করে শাড়ি তুলে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ছাড়া ডেপুটি মেয়র রামভজন মাহাতো, চেয়ারম্যান দিলীপ সিংহ, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দূর্গা সিংহ, কমল অগ্রবাল, পরিমল মিত্র। মেয়র বলেন, ‘‘এই কর্মীদের কাজের সুবিধার জন্য ও মানসিকভাবে উদ্দীপ্ত করার জন্য এগুলি দেওয়া হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন