রক্তের গ্রুপ-বিভ্রাট, অভিযুক্ত ক্লিনিক

রোগিণী জানতেন, তাঁর রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’। হাসপাতালে গিয়ে পরীক্ষা করতেই হয়ে গেল ‘এবি পজিটিভ’। রিপোর্ট নিয়ে হইচই হতেই তা আবার বদলে ফিরল ‘ও পজিটিভ’-এই!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ০০:৪১
Share:

রোগিণী জানতেন, তাঁর রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’। হাসপাতালে গিয়ে পরীক্ষা করতেই হয়ে গেল ‘এবি পজিটিভ’। রিপোর্ট নিয়ে হইচই হতেই তা আবার বদলে ফিরল ‘ও পজিটিভ’-এই!

Advertisement

শুক্রবার ঘুসুড়ির টি এল জায়সবাল হাসপাতালে ভর্তি এক অন্তঃসত্ত্বার রক্ত পরীক্ষার রিপোর্ট ঘিরে এমন ‘ভুল’ নিয়ে হইচই বাধে। সুপার সুখেন্দু বিশ্বাস বলেন, ‘‘পরীক্ষাটি করেছে বাইরের ক্লিনিক। আমাদের কিছু করার নেই। তবে ওদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। আইন অনুযায়ী ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস বলেন, ‘‘সুপার বিষয়টি জানিয়েছেন। তদন্ত করে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

ভট্টনগরের বাসিন্দা প্রতিমা দাস (২২) ছ’মাসের অন্তঃসত্ত্বা। তিনি জানান, সালকিয়ার এক ক্লিনিকে রক্ত পরীক্ষায় তাঁর গ্রুপ ‘ও পজিটিভ’ হয়েছিল। নভেম্বরে জায়সবাল হাসপাতালে প্রসূতি বিভাগে দেখাতে গেলে সেখানেই রক্ত পরীক্ষা হয় তাঁর।

Advertisement

প্রতিমার অভিযোগ, রিপোর্ট পেয়ে দেখেন, গ্রুপ ‘এবি পজিটিভ’। এর পরে ১ ডিসেম্বর সকালে হাসপাতালের ওই ক্লিনিকে গিয়ে বিষয়টি জানান প্রতিমা। ওই দিনই ফের তাঁর রক্ত সংগ্রহ করা হয়। তারই রিপোর্ট আসে ‘ও পজিটিভ’।

স্ত্রী-রোগ বিশেষজ্ঞদের মতে, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হলে রক্তের প্রয়োজন হতো। সে ক্ষেত্রে ভুল রিপোর্ট অনুযায়ী ‘এবি পজিটিভ’ই দেওয়া হতো। তাতে প্রতিমার মৃত্যুও হতে পারত। ওই বেসরকারি ক্লিনিকের অধিকর্তা চিকিৎসক কৃষ্ণেন্দু পয়রা বলেন, ‘‘জায়সবাল হাসপাতালের সুপার বিষয়টি জানিয়েছেন। এমন মারাত্মক ভুল কেন হল খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন