স্বাস্থ্য সচেতনতা শিবির হল রবিবার গঙ্গাজলঘাটির অমরকাননের গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়ে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সমীরকুমার কর, ব্লক স্বাস্থ্য আধিকারিক সুব্রত রুইদাস। গোবিন্দপ্রসাদ কলেজের অধ্যাপক তুষারকান্তি হালদার বলেন, “ন্যাশনাল সার্ভিস স্কিমের আওতায় বৃহস্পতিবার থেকে সাত দিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার অভিযান প্রকল্প শুরু হয়েছে আমাদের কলেজে। থ্যালাসেমিয়া, যোগের উপকারিতা, এড্স-সহ নানা বিষয়ে এই শিবিরের আয়োজন।’’