Jammu & Kashmir

কাশ্মীরবাসীর ক্ষোভের কথা শুনবেন মনোজ

গিরিশচন্দ্র মুর্মুকে সরিয়ে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল করা হয়েছে বিজেপি নেতা মনোজকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০৪:১৪
Share:

শপথ নিচ্ছেন মনোজ সিংহ। ছবি: পিটিআই।

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের ক্ষোভ মেটাতে চান তিনি, শুক্রবার জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে শপথ নিয়ে এ কথা জানিয়েছেন মনোজ সিংহ। বলেছেন, এই কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়ন এবং শান্তিই তাঁর অগ্রাধিকার।

Advertisement

গিরিশচন্দ্র মুর্মুকে সরিয়ে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল করা হয়েছে বিজেপি নেতা মনোজকে। প্রাক্তন উপরাজ্যপাল মুর্মুকে সিএজি প্রধানের পদে বসানো হয়েছে। এ দিন রাজভবনে মনোজকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। শপথ নেওয়ার পরে মনোজ বলেন, "জম্মু-কাশ্মীর ভারতের স্বর্গ। আমাকে এখানে একটি সুযোগ দেওয়া হয়েছে। ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বহু বছর কিছুটা বিচ্ছিন্ন থাকার পরে জম্মু-কাশ্মীর মূলস্রোতে এসেছে। এখানে অনেকগুলি প্রকল্প শুরু হয়েছে।

এই প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার অগ্রাধিকার।" সেইসঙ্গে তিনি জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন, তাঁদের ক্ষোভের কথা গুরুত্ব দিয়ে শোনা হবে এবং তা দূর করার চেষ্টা করা হবে।

Advertisement

আরও পড়ুন: কোঝিকোড়ে নামার সময় পিছলে গিয়ে দু’টুকরো বিমান, হত অন্তত ১৭, আহত বহু​

আরও পড়ুন: এক দিনে ৫২ জন মারা গেলেও রাজ্যে কমল সংক্রমণের হার​

সেই লক্ষ্যেই কয়েক দিনের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছেন উপরাজ্যপাল। তাঁর কথায়, ‘‘জম্মু-কাশ্মীরের আমজনতার সঙ্গে কথা বলাটা খুব জরুরি। অনিশ্চিয়তা এবং জঙ্গি কার্যকলাপ শেষ করার জন্যই এটা দরকার। আমার লক্ষ্য হচ্ছে জম্মু-কাশ্মীরে উন্নয়নকে এগিয়ে নিয়ে এবং শান্তি প্রতিষ্ঠা।’’

মনোজের শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ-সহ বিজেপি এবং আপনি পার্টির নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু এ দিনের অনুষ্ঠানে এনসি, কংগ্রেস, পিডিপির মতো দলের কোনও প্রতিনিধি ছিলেন না। সূত্রের খবর, ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লাকে আমন্ত্রণ জানানো হলেও তাঁরা অনুষ্ঠানে আসেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন