বাড়ি সাজাতে এরিকা পাম

আপনার অন্দরের অ্যাকসেসারি এই ইনডোর প্ল্যান্ট। কীভাবে যত্ন নেবেন, রইল তার পরামর্শগাছের উজ্জ্বল সবুজ রং ঘরে আনে প্রাণের স্পর্শ। তাই যতই দামি সোফা রাখুন কিংবা ল্যাম্পশেড, একটি গাছ যা পারে, ততটা শোভনীয় কিন্তু ওই মূল্যবান সামগ্রীও করে তুলতে পারে না। এখন তো ফ্ল্যাট কালচারের রমরমা। বাগান করার জায়গা নেই। তাই ঘরেই রাখুন ইনডোর প্ল্যান্ট।

Advertisement

পিনাকী চৌধুরী

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০০:০০
Share:

গাছের উজ্জ্বল সবুজ রং ঘরে আনে প্রাণের স্পর্শ। তাই যতই দামি সোফা রাখুন কিংবা ল্যাম্পশেড, একটি গাছ যা পারে, ততটা শোভনীয় কিন্তু ওই মূল্যবান সামগ্রীও করে তুলতে পারে না। এখন তো ফ্ল্যাট কালচারের রমরমা। বাগান করার জায়গা নেই। তাই ঘরেই রাখুন ইনডোর প্ল্যান্ট।

Advertisement

যেমন ধরুন, এরিকা পাম। বহু দিন বাঁচে এই গাছ। যত্নেরও বিশেষ বালাই নেই। গাছ যখন বড় হয়ে যায়, তখন শুধু তার আধার অর্থাৎ টবটি বদলে দিতে হয় এবং নীচের দিকের পাতাগুলো ছেঁটে দিতে হয়। এরিকা পামের বড়-বড় সবুজ পাতার স্নিগ্ধ পরশ গরমের ক্লান্তিকেও ম্লান করে। আর এই গাছের বৃদ্ধি গ্রীষ্মকালেই সবচেয়ে ভাল হয়।

এরিকা পাম সপ্তাহে এক দিন বা দু’দিন রোদে দিলেই যথেষ্ট। বাকি ছ’দিন ঘরেই রাখা যায়। সবচেয়ে ভাল হয়, যদি রোজ বা এক দিন অন্তর পাতাগুলো জল স্প্রে করে ধুয়ে বা মুছে দেওয়া যায়। গাছের গোড়াও অল্প জল দিয়ে ভিজিয়ে দিন। গাছের শেপ ঠিক রাখার জন্য পাতা ছেঁটে দিন। শীতকালে আবার ঘরে, বারান্দায় বা ছাদে যেখানে রোদ আসে, গাছগুলোকে সেখানে রাখতে পারেন।

Advertisement

এরিকা পাম খুব পুরনো হলে, গাছের নীচে বাল্বের মতো একটা অংশ বেরোয়। তখন সেই অংশটি ছেঁটে অন্য একটি টবে বসালে, নতুন গাছ জন্মাবে। এই গাছে খোল বা সার দেওয়ার প্রয়োজন হয় না, তবে চাইলে হালকা খোলের জল ছড়িয়ে দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন