বুটের যত্ন নিন

শীতে আপনার স্টাইলকোশেন্ট বাড়ায় বুটজোড়া। তাই তার যত্ন জরুরি। জেনে নিন তার উপায়শীতে আপনার স্টাইলকোশেন্ট বাড়ায় বুটজোড়া। তাই তার যত্ন জরুরি। জেনে নিন তার উপায়

Advertisement
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০০:০০
Share:

সপ্তাহান্তের ছোট্ট ট্যুরের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে। কিন্তু ব্যাগ প্যাক করতে গিয়েই আপনার মাথায় হাত! হাজার কাজের ব্যস্ততায় লেদারের বুটটারই তেমন যত্ন নেওয়া হয়নি। আর সেই ফাঁকেই নষ্ট হতে বসেছে সাধের বুটজোড়া। বর্ষাকালের মতোই শীতকালেও লেদারের বুটের যত্ন নেওয়া একই রকম জরুরি।

Advertisement

• প্রথমেই দরকার বুটজোড়া ভাল করে পরিষ্কার করার। সমপরিমাণে হোয়াইট ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে নিন। একটা নরম কাপড় সেই মিশ্রণে ডুবিয়ে ভাল করে বুট মুছে নিন। এ বার বুটজোড়া শুকিয়ে গেলে আর এক বার শুকনো কাপড় দিয়ে মুছে নিন। স্যাডল সোপ দিয়েও লেদার বুট পরিষ্কার করতে পারেন।

• শীতকালে বুটের উপর দাগ ধরে গেলে, তা তোলার জন্য ব্যবহার করা যেতে পারে বেকিং সোডা। অনেকে প্রথমে একটি শুকনো নরম কাপড় জলে ভিজিয়ে, তার পর সেই ভেজা কাপড়ে বেকিং সোডা লাগিয়ে আলতো হাতে বুটের উপর বোলান। এতে বুটে ধরে যাওয়া দাগছোপ অনেকটা মিলিয়ে যায়। সবশেষে শুকনো কাপড় দিয়ে বুট পরিষ্কার করে নিলেই আবার নতুনের মতো লাগবে।

Advertisement

• খারাপ হয়ে যেতে শুরু করলে, তার পরই বুটের যত্ন নেবেন— এটা কাজের কথা নয়। তাই বুট ব্যবহারের শুরু থেকেই সতর্ক হোন। প্রত্যেক বার ব্যবহার করার পর তাই বুট পরিষ্কার করা দরকার। এতে বুটের গায়ে দাগ বা ক্র্যাক ধরার সম্ভাবনা কম হয়। প্রতি বার ব্যবহারের পর বুটজোড়া খুলে ঘরোয়া তাপমাত্রায় রেখে দিন। বুটের জিপার, বোতাম, ফিতে খুলে রাখুন। এতে জুতো ব্যবহার করার পরের গন্ধ বেরিয়ে যাবে। জুতোর আকারও নতুনের মতোই থাকবে।

• পুরনো খবরের কাগজ হাতে করে দলা পাকিয়ে বুটের ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন। এতে জুতোর ভিতরে লেগে থাকা ঘাম এবং নোংরা শুষে নেবে কাগজ।

লেদারের জুতো এমনিতেই হয় দীর্ঘস্থায়ী। ফলে সামান্য যত্নআত্তির মাধ্যমেই আপনার শখের বুটজোড়ার স্থায়িত্ব বাড়াতে পারেন আরও অনেকটাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement