টলি-বলি-হলি

কামব্যাক প্রিয়ঙ্কার

বহু দিন বাদে আবার নায়িকা! লিখছেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায় রাজ চক্রবর্তীর নতুন ছবি। প্রথম দিনের শ্যুট। আর সেখানেই বেশ কয়েক বছর বাদে বাণিজ্যিক ছবিতে কামব্যাক হচ্ছে নায়িকার। হঠাৎ হোয়াটসঅ্যাপে টেক্সট, রাহুলের (বন্দ্যোপাধ্যায়)— ‘অল দ্য বেস্ট’! মুহূর্তকাল থেমে আবার শ্যুটিং-য়ে ব্যস্ত হয়ে পড়লেন প্রিয়ঙ্কা সরকার।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০১:১৬
Share:

রাজ চক্রবর্তীর নতুন ছবি। প্রথম দিনের শ্যুট। আর সেখানেই বেশ কয়েক বছর বাদে বাণিজ্যিক ছবিতে কামব্যাক হচ্ছে নায়িকার।

Advertisement

হঠাৎ হোয়াটসঅ্যাপে টেক্সট, রাহুলের (বন্দ্যোপাধ্যায়)— ‘অল দ্য বেস্ট’!

মুহূর্তকাল থেমে আবার শ্যুটিং-য়ে ব্যস্ত হয়ে পড়লেন প্রিয়ঙ্কা সরকার।

Advertisement

স্বাতী নামের এক চরিত্রে তিনি। নায়িকা হওয়ার স্বপ্নে মশগুল এই স্বাতী! অথচ নায়িকা তো দূরঅস্ত, ছোটখাট চরিত্রও জোটে না! তবে রুপোলি পর্দার পিছু ছাড়ে না স্বাতী। কখনও হেয়ার ড্রেসার, তো কখনও অ্যাটেন্ডেন্টের কাজ পায়— তাই-ই সই।

প্রিয়ঙ্কা বললেন, ‘‘চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত শেড আছে। নায়িকা হওয়ার নেশায় স্বাতী নিজেই নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে নানা রকম পরীক্ষানিরীক্ষা করে। তার কোনওটাই তাকে মানায় না। সেটা আবার ও নিজে বুঝতেও পারে না। তাই অন্যের কাছে সে হাসির খোরাক। এ রকম একটা চরিত্র পেয়ে আমি খুব এক্সাইটেড।”

রাজ-য়ের ‘চ্যাম্প’-য়ের শ্যুট চলাকালীন এ বার ফোন মোবাইলে। পরিচালক রাজা চন্দের। ফোন রেখে নিজের আর একটি নতুন খবর ফাঁস করলেন প্রিয়ঙ্কা। রাজার নতুন
ছবি ‘আমার আপনজন’য়ে কাজ করছেন তিনি।

“বহুবার রাজাদা-র সঙ্গে কাজ করা নিয়ে কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা ম্যাচিওর করেনি,” বলছিলেন প্রিয়ঙ্কা।

“কথা ছিল শুধু এক যুবতীর চরিত্র করা। দেখা করতেই রাজাদা বললেন, তুমি এত রোগা হয়ে গেছ যখন, তখন নায়িকার ছোটবেলা আর বড়বেলা দুটোই করতে পারবে,” হাসলেন প্রিয়ঙ্কা।

ছবিতে আঠেরো বছরের মেয়ে হতে হবে তাঁকে। তা’ও আবার শহুরে নয়, বীরভূমের অজগাঁয়ের। রাজার মতো, নায়ক সোহমের সঙ্গেও এ ছবিতে প্রথম জুটি বাঁধছেন তিনি।

সংসারী হতে চান রণবীর সিংহ!

আর প্রেম-টেম নয়। এ বার বিয়ে করে সংসারী হতে চাই। কথাগুলো বলিউডের ‘মিস্টার রোমিও’, রণবীর সিংহ-র। ঘনিষ্ঠরা বলছেন, এ হল ‘পদ্মাবতীর জাদু’। দীপিকার সঙ্গে ডেট করার পর থেকে একটু একটু করে যেন বদলে গেছেন তিনি। আর রণবীর নিজে বলছেন, ‘‘বিয়ে নিয়ে আমার দৃষ্টিভঙ্গিটাই এখন পাল্টে গেছে। একটা সময় ছিল যখন আমি বিয়েই করতে চাইতাম না। এখন কাজ আমার প্রথম ফোকাস ঠিকই। তবে বিয়ে করে ফ্যামিলি ম্যানও হতে চাই।’’

সোনমের নাকি বিয়ে!

বছর শেষ হতে আর কিছু দিন। তারই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে বয়ফ্রেন্ড আনন্দ আহুজার সঙ্গে ২০১৭-তেই গাঁটছ়়ড়া বাঁধছেন বলিউডের ‘নীরজা‘। সোনম কপূর।

গত এক বছর ধরে প্রাইভেট পার্টি থেকে বিভিন্ন হ্যাং আউটে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। সোনম যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। উল্টে বলছেন, ‘‘পাগল নাকি! আমি বিয়ের মতো প্রাইভেট বিষয় পাবলিক করতে চাই না।’’

সোনম যাই বলুন না কেন, ইন্সটাগ্রাম থেকে টুইটার—একটু মন দিয়ে খেয়াল করলেই বোঝা যাবে সোনমের মন প্রেমেতে মগন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন