শৈল্পিক ছন্দে

আই সি সি আর-এ শ্রুতিবৃত্ত ও ত্রিধারা আয়োজিত অনুষ্ঠানের প্রথমার্ধেই ছিল বিভিন্ন শিল্পীর একক গান। দ্বিতীয় পর্বে ছিল ‘শ্যামা’ নৃত্যনাট্য। নৃত্যে নজর কেড়েছেন স্বাতী বন্দ্যোপাধ্যায়। চর্চিত ও শৈল্পিক ছন্দে স্বাতীর প্রতিটি পদক্ষেপ প্রশংসনীয়। শ্যামার গানে মালবিকা সুর নিজেকে তুলে ধরতে পেরেছেন। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রবুদ্ধ রাহা, স্বরূপ পাল, নিবেদিতা ঘোষ, দেবজিৎ প্রমুখ।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৪ ০০:৪৯
Share:

আই সি সি আর-এ শ্রুতিবৃত্ত ও ত্রিধারা আয়োজিত অনুষ্ঠানের প্রথমার্ধেই ছিল বিভিন্ন শিল্পীর একক গান। দ্বিতীয় পর্বে ছিল ‘শ্যামা’ নৃত্যনাট্য। নৃত্যে নজর কেড়েছেন স্বাতী বন্দ্যোপাধ্যায়। চর্চিত ও শৈল্পিক ছন্দে স্বাতীর প্রতিটি পদক্ষেপ প্রশংসনীয়। শ্যামার গানে মালবিকা সুর নিজেকে তুলে ধরতে পেরেছেন। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রবুদ্ধ রাহা, স্বরূপ পাল, নিবেদিতা ঘোষ, দেবজিৎ প্রমুখ।

Advertisement

একুশটি কবিতায়

Advertisement

সম্প্রতি বাংলা অ্যাকাডেমিতে একক নিবেদন করলেন কাকলি ঘোষাল। কাকলি দীর্ঘ দিন আবৃত্তি জগতে আছেন। এ দিন কাকলির নিবেদনে ছিল রবীন্দ্রনাথ-নজরুল থেকে শুরু করে শক্তি-সুনীলকে ছুঁয়ে সুবোধ-মল্লিকা-শ্রীজাত-মন্দাক্রান্তা পর্যন্ত। আর ছিলেন তসলিমাও। মোট একুশটি কবিতার নিবেদনে কাকলি ছিলেন অনবদ্য। তাঁর গভীর, মন্দ্র কণ্ঠস্বর প্রেমের কবিতাতেও। আয়োজক ‘ছন্দক’।

মনে থাকবে

বাঁচবো সংস্থা অনুষ্ঠান করল ত্রিগুণা সেন মঞ্চে। শুরুতেই একক পরিবেশন করলেন উৎসব দাস। গাইলেন পূজা ও প্রেম পর্যায়ের দশটি গান। ‘এ কী লাবণ্যে’, ‘বিপুল তরঙ্গ রে’ মনে রাখার মতো। প্রেম পর্যায়ে ছিল ‘না চাহিলে যারে পাওয়া যায়’, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ প্রভৃতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন