না ছুঁয়েও

কার্ড মেশিনে ঘষারও প্রয়োজন নেই। শুধু পিওএস মেশিনের কাছে নিয়ে গেলেই লেনদেন সারা। নতুন প্রযুক্তির এই কার্ডের খুঁটিনাটি জানাচ্ছেন টি আর রামচন্দ্রন কার্ড মেশিনে ঘষারও প্রয়োজন নেই। শুধু পিওএস মেশিনের কাছে নিয়ে গেলেই লেনদেন সারা।

Advertisement
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৫৪
Share:

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ইভিএম চিপ যুক্ত ক্রেডিট ও ডেবিট কার্ড বাধ্যতামূলক হয়েছে এই বছরের গোড়া থেকেই। ব্যাঙ্কের দাবি, তা আগের প্রযুক্তির কার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। যাঁরা এই নতুন কার্ড পেয়েছেন, তাঁরা একটু খেয়াল করে দেখুন। দেখবেন, অনেক কার্ডে (সব কার্ডে না-ও থাকতে পারে) টেলিফোন টাওয়ারের মতো একটি চিহ্ন রয়েছে। এগুলিকেই বলে এনএফসি প্রযুক্তির কার্ড। যদি পিওএস মেশিনেও এই একই প্রযুক্তি থাকে, তাহলে সেখানে শুধু মেশিনের কাছে কার্ড নিয়ে গিয়ে সেরে ফেলা যাবে লেনদেন। ফলে কার্ড ঘষা বা তাকে মেশিনে ঢোকানোর জন্য অপেক্ষা করতে হবে না। তা হাতেও দিতে হবে না কারও। মূলত ডিজিটাল লেনদেনে গতি আনতেই এ ধরনের কার্ড আনা। এখন নতুন চিপযুক্ত যে কার্ড ব্যাঙ্ক দিচ্ছে, সেগুলির বেশির ভাগে এই প্রযুক্তি প্রথম থেকে রয়েছে। বিষয়টি তাই জেনে রাখা ভাল।

Advertisement

কনট্যাক্টলেস কার্ড

Advertisement

• এমনিতে দেখতে সাধারণ ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো। এটিতে প্রথাগত প্রযুক্তি তো থাকেই। তার সঙ্গে বাড়তি থাকে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি।

• বিপণিতে টাকা মেটানোর সময়ে সাধারণত পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে কার্ড ঢুকিয়ে বা কার্ড ঘষে তার পরে পিন নম্বর দিতে হয়। কিন্তু কনট্যাক্টলেস কার্ড মেশিনে ঢোকানোর বা ঘষার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র মেশিনে ছুঁইয়েই টাকা দেওয়া যায়। তবে পিওএস মেশিনেও সেই প্রযুক্তি থাকতে হবে।

বুঝব কী ভাবে?

• কার্ডে যদি •FC চিহ্ন (অনেকটা টেলি টাওয়ারের মতো)থাকে, তা হলে বুঝতে হবে যে সেটি এনএফসি কার্ড।

• লেনদেনের সময়ে দেখতে হবে পিওএস মেশিনেও তা রয়েছে কি না।

ব্যবহার কী ভাবে?

• দাম পিওএস মেশিনে বোতাম টিপে লেখার পরে ক্রেতার কাজ শুধু মেশিনে কার্ডটি ছোঁয়া বা তার খুব কাছে ধরা। সবুজ আলো জ্বললেই লেনদেন সম্পূর্ণ হবে।

• মেশিনের ৪ সেন্টিমিটারের মধ্যে না নিয়ে গেলে এতে লেনদেন হয় না।

• রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, এই কার্ডে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে পিন লাগে না। কিন্তু টাকার অঙ্ক তার থেকে বেশি হলে কার্ড ছোঁয়ানোর পরে পিন নম্বর দিতে হয়।

কতটা সুরক্ষিত?

• ঘষতে বা ঢোকাতে না হওয়ায় এই কার্ড বিক্রেতার হাতে দেওয়ার প্রয়োজন নেই। ফলে গ্রাহকের নাম, সিভিভি কোড তাঁর হাতে যায় না।

• কার্ডের ৪ সেন্টিমিটারের মধ্যে না এলে এর তথ্য পড়া যাওয়ার কথা নয়।

• ব্যাঙ্কের দাবি, এতে লেনদেনের সময়ে তৈরি কোড বেশি সুরক্ষিত।

লেখক ভারত ও দক্ষিণ এশিয়ায় ভিসার গ্রুপ কান্ট্রি ম্যানেজার

(মতামত ব্যক্তিগত)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন