টুকরো খবর

আদিত্য বিড়লা সানলাইফের ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিফর্মস ফান্ডটি ওপেন এন্ডেড। এর টাকা মূলত লগ্নি করা হবে পরিকাঠামো শিল্পের সঙ্গে যুক্ত ২০ থেকে ৩০টি সংস্থার শেয়ারে। লগ্নি করা যাবে ২৫ এপ্রিল পর্যন্ত।

Advertisement
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৪ ০২:২৩
Share:

Advertisement

বাজারে নয়া মিউচুয়াল ফান্ড

Advertisement

আদিত্য বিড়লা সানলাইফ

আদিত্য বিড়লা সানলাইফের ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিফর্মস ফান্ডটি ওপেন এন্ডেড। এর টাকা মূলত লগ্নি করা হবে পরিকাঠামো শিল্পের সঙ্গে যুক্ত ২০ থেকে ৩০টি সংস্থার শেয়ারে। লগ্নি করা যাবে ২৫ এপ্রিল পর্যন্ত।

এসবিআই মিউচুয়াল ফান্ড

মাঝারি ঝুঁকি নিতে আগ্রহী লগ্নিকারীদের জন্য বাজারে নয়া প্রকল্প আনল এসবিআই মিউচুয়াল ফান্ড। ‘এসবিআই ডুয়াল অ্যাডভান্টেজ ফান্ড সিরিজ টু’ প্রকল্পটি ক্লোজ-এন্ডেড ফান্ড। লগ্নি করতে হবে তিন বছরের জন্য। এর টাকা খাটানো হবে মূলত ঋণপত্র নির্ভর প্রকল্পে। এতে ৫ মে পর্যন্ত লগ্নি করা যাবে।

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল

বাজারে নতুন প্রকল্প আনতে চলেছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড। এই প্রকল্পের টাকা মূলত লগ্নি করা হবে শেয়ার ও শেয়ার ভিত্তিক বিভিন্ন খাতে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ডিভিডেন্ড ইল্ড ইকুইটি ফান্ডটি ওপেন-এন্ডেড। বাজারে আসছে ২৫ এপ্রিল। এতে লগ্নি করা যাবে ৯ মে পর্যন্ত।

বাড়ি বসেই পেনশন

বাড়ি বসেই পেনশন পাওয়ার জন্য নয়া প্রকল্প চালু করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্কের বেঙ্গল সার্কেলের ৭৫ বছরের বেশি বয়সী পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন। এ জন্য তাঁদের ব্যাঙ্কের কাছে আবেদন জানাতে হবে। সে ক্ষেত্রে ব্যাঙ্ক থেকেই বাড়িতে নগদে পেনশন পাঠিয়ে দেওয়া হবে। তবে এই প্রকল্পে এক বারে এক মাসের পেনশনই পাবেন গ্রাহক। এক সঙ্গে তার বেশি টাকা তুলতে পারবেন না। এ জন্য ৫০ টাকা চার্জ নেবে ব্যাঙ্কটি। প্রথমে ৯৬৭৪৭১১১০২ নম্বরে নাম নথিভুক্ত করতে হবে।

মিস্ড কলে ব্যাঙ্ক ব্যালান্স

এখন থেকে মিস্ড কল দিয়েই অ্যাকাউন্টে কত টাকা রাখা রয়েছে, তা জানতে পারবেন ইউকো ব্যাঙ্কের গ্রাহকরা। ব্যাঙ্কের দাবি, তাদের কাছে নথিভুক্ত মোবাইল ফোন থেকে ০৯২৭৮৭-৯২৭৮৭ নম্বরে মিস্ড কল দিলে, গ্রাহকের সেই মোবাইলে এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালান্স পাঠিয়ে দেওয়া হবে। যে কোনও দিন, যে কোনও সময়েই এই সুবিধা নেওয়া যাবে বলেও দাবি ইউকো ব্যাঙ্কের।

নয়া কিষাণ কার্ড আনল অ্যাক্সিস ব্যাঙ্ক

কৃষি ঋণ গ্রাহকদের সুবিধা দিতে বিশেষ ‘কিষাণ কার্ড’ আনল অ্যাক্সিস ব্যাঙ্ক। যে কৃষকরা অ্যাক্সিস ব্যাঙ্কের থেকে ঋণ নেবেন, তাঁদের এই কার্ড দেওয়া হবে। তাঁরা এই কার্ড ব্যবহার করেই এটিএম থেকে ঋণের টাকা তুলতে পারবেন। এই কাজের জন্য তাঁদের আলাদা করে ব্যাঙ্কের শাখায় যেতে হবে না। ঋণের মাত্রার মধ্যে প্রতি দিনে ১ লক্ষ টাকা পর্যন্ত এটিএম থেকে তোলা যাবে বলে জানিয়েছে ব্যাঙ্কটি। কৃষকরা যাতে প্রয়োজন অনুসারে টাকা তুলতে পারেন, সে জন্যই এই উদ্যোগ।

বাজারে নতুন জীবনবিমা প্রকল্প

বাজারে নতুন জীবন বিমা প্রকল্প আনল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ। সংস্থার দাবি, এই গ্যারান্টিড ওয়েল্থ প্রোটেক্টর নামের ইউনিট লিঙ্কড প্রকল্পটিতে ক্যাপিটাল প্রোটেকশনের (মূলধনের উপর সুরক্ষা) সুবিধা পাবেন গ্রাহক। এই প্রকল্পের টাকা বিভিন্ন সংস্থার শেয়ারে লগ্নি করা হবে। বিমাকারী প্রকল্প চলার পুরো সময়ে জীবনের সুরক্ষা পাবেন। এ ছাড়াও, প্রকল্পের বিভিন্ন বছরে অতিরিক্ত লয়্যালটির সুবিধা আছে ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন