ট্যাক্স কর্নার

-

Advertisement
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০১:০৮
Share:

এলআইসি-র একটি সিঙ্গল প্রিমিয়াম মানি ব্যাক পলিসি-তে ২০১৩-’১৪ আর্থিক বছরে ৯৯,২৪৮ টাকা দিয়েছি। মোট বিমামূল্য ১,৩৫,০০০ টাকা। এই প্রিমিয়ামের পরিপ্রেক্ষিতে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী করছাড় প্রসঙ্গে জানতে চাই।

Advertisement

সিদ্ধার্থ কর্মকার

৮০সি অনুযায়ী, যে-জীবনবিমা পলিসি ২০১২-র ১ এপ্রিল বা তার পরে চালু হয়েছে, সেগুলির প্রিমিয়ামের ক্ষেত্রে ততটাতেই করছাড় মিলবে, যার পরিমাণ মোট বিমামূল্যের ১০ শতাংশের বেশি হবে না। সেই হিসাবে ২০১৩-’১৪ অর্থবর্ষের জন্য (২০১৪-’১৫ অ্যাসেসমেন্ট বছর) ৮০সি অনুযায়ী ছাড় পাবেন সর্বোচ্চ ১৩,৫০০ টাকায়।

Advertisement

আমি অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক। আয় সুদ নির্ভর। প্রত্যেক অর্থবর্ষের শুরুতে ১৫এইচ ফর্ম জমা দিই। ২০১৩-’১৪ অর্থবর্ষের (অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৪-’১৫) প্রথমেও দিয়েছি। কিন্তু পরে দেখি অল্প আয়কর দিতেই হচ্ছে। আমি অবশ্য আগাম কর হিসেবে তা আগেই জমা দিয়েছিলাম। কিন্তু আমার প্রশ্ন, ১৫এইচ জমা দেওয়ার মানে তো এটাই যে, ঘোষণা করা হল করশূন্য আয়ের সর্বোচ্চ সীমার নীচেই আছে রোজগার। ফলে কর দিতে হচ্ছে না। অথচ আমার কর কাটা হল। এই অবস্থায় আমার আইনি পদক্ষেপ কী হতে পারে?

শান্তনু বন্দ্যোপাধ্যায়, নিউ বালিগঞ্জ রোড

আয় ও করের হিসেব করতে গিয়ে অনেকের ভুল হতে পারে। তবে ১৫এইচ ফর্ম জমা দিলেই কিন্তু হল না। সেখানে সঠিক তথ্য জানাতে হয়। ওই ফর্ম জমা দেওয়া মানে এটা বলা যে, সম্ভাব্য মোট আয় করশূন্য। কিন্তু তার মানে এই নয় যে, ওই ব্যক্তির মোট রোজগারও করশূন্য আয়ের সীমার মধ্যে পড়ে। যা-ই হোক, প্রয়োজন মনে করলে কর দফতরকে অনুরোধ করে দেখতে পারেন বিষয়টি একটু বিবেচনা করে দেখার জন্য।

পিএইচডি করছি। সে জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা-সহ ফেলোশিপ পাই মাসে ২৮,৯০০ টাকা। বছরে আয় দাঁড়ায় ৩,৪৬,৮০০ টাকা। ২০১৩-’১৪ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দিতে হবে?

অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়

ভাতা-সহ বছরে বেতন থেকে আয় ৩,৪৬,৮০০ টাকা। ১৫,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা ভাতার জন্য ছাড় পাবেন। বাড়ি ভাড়া খাতেও ছাড় মেলে, যদি প্রদত্ত ভাড়া বেতনের ১০ শতাংশের বেশি হয়। মোট আয় করশূন্য আয়ের ঊর্ধ্বসীমা ছাড়ালে আয়কর রিটার্ন জমা দিতে হয়। ২০১৩-’১৪ অর্থবর্ষের জন্য করশূন্য আয়ের ওই সর্বোচ্চ সীমা (সাধারণ নাগরিকদের ক্ষেত্রে) ২ লক্ষ টাকা (তবে ২০১৪-’১৫ আর্থিক বছর থেকে এই ঊর্ধ্বসীমা বেড়েছে)। অতএব আপনার আইটিআর ওয়ান ফর্মে রিটার্ন জমা দেওয়া উচিত বলে আমি মনে করি।

পরামর্শদাতা কর বিশেষজ্ঞ নারায়ণ জৈন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন