কথায় আছে সেক্স সেলস! এবং সত্যিও বটে। তবে শুধু সেক্সই নয়, বিতর্কিত রসিকতাও বেচা যায়। নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য বিজ্ঞাপনী সংস্থাগুলি যেমন সেক্সিজমের হাত ধরে, তেমনই অনেক ক্ষেত্রে বেছে নেয় বিতর্কিত রসিকাতেও। যাতে অবশ্যই বিতর্কেও জর্জরিত হতে হয় তাদের। ইঁদুর দৌড়ে টিকে থাকার এটাই এখন সংস্থাগুলির একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে।
গ্যালারিতে রইল তেমনই ১২টি বিতর্কিত বিজ্ঞাপন।
দেখুন গ্যালারিতে: টলিউডের বিকিনি বডি