এই ছবিগুলো দেখলে শয়তানের চোখেও জল আসবে!

কে বলেছে মানবিকতার বিনাশ হয়েছে? বিশ্বজুড়ে মৃত্যু মিছিলের তলায় হয়তো মানবিক দিকটা ধামাচাপা পড়ে গিয়েছে অনেকটা। তবে মানবিকতা আজও তার জায়গাতেই রয়েছে। অন্তত এই ছবিগুলো সে কথাই বলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ১৯:২০
Share:

চোখের সামনে আচমকা পা পিছলে নদীতে পড়ে যায় একটি ভেড়া। <br>নিজেদের জীবনের তোয়াক্কা না করেই নরওয়ের এই দুই যুবক একটি ভেড়ার প্রাণ বাঁচিয়েছিলেন।

কে বলেছে মানবিকতার বিনাশ হয়েছে? বিশ্বজুড়ে মৃত্যু মিছিলের তলায় হয়তো মানবিক দিকটা ধামাচাপা পড়ে গিয়েছে অনেকটা। তবে মানবিকতা আজও তার জায়গাতেই রয়েছে। অন্তত এই ছবিগুলো সে কথাই বলছে। যেখানে স্বার্থের দিকে না তাকিয়ে কখনও এক হরিণছানাকে উত্তাল নদী থেকে উদ্ধার করা হয়, কেউ আবার ভবঘুরের জন্য নতুন জুতো কিনে আনেন, তো কেউ আবার হাত খরচ বাঁচিয়ে গরিব-দুঃস্থদের খাবার কেনেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement