অবাধ তাণ্ডবে ধ্বংসস্তূপ তিন কলেজ বিল্ডিং

নজিরবিহীন হামলা ক্লাবের প্ররোচনায়। ক্লাবকে না জানিয়ে কেন লাগোয়া জমি কেনাবেচা হল? প্রশ্ন তুলে বুধবার সকাল থেকে শতাধিক লোক তাণ্ডব চালাল স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ দাসের বাড়িতে এবং তাঁর মালিকানাধীন দু’টি কলেজে। তাণ্ডব চালিয়ে হস্টেল থেকে বার করে দেওয়া হয় সব আবাসিক পড়ুয়াদের। আগুন লাগিয়ে দেওয়া হয় বিএড কলেজে, বিটি কলেজে, হস্টেলে, কলেজ মালিকের বাড়িতে। আনন্দবাজারের ক্যামেরায় ধরা পড়ল অবাধ তাণ্ডবের ভয়ঙ্কর ছবি।নজিরবিহীন হামলা ক্লাবের প্ররোচনায়। ক্লাবকে না জানিয়ে কেন লাগোয়া জমি কেনাবেচা হল? প্রশ্ন তুলে বুধবার সকাল থেকে শতাধিক লোক তাণ্ডব চালাল স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ দাসের বাড়িতে এবং তাঁর মালিকানাধীন দু’টি কলেজে। তাণ্ডব চালিয়ে হস্টেল থেকে বার করে দেওয়া হয় সব আবাসিক পড়ুয়াদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১৬:২৪
Share:

ছবি: দীপঙ্কর মজুমদার।

Advertisement

আরও পড়ুন:

বালিতে দুই কলেজে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, আগুন

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement