Bonsai Tree

পরমাণু বোমা থেকে রক্ষা পাওয়া ‘হিরোশিমা গাছ’কে লালন করছে আমেরিকা

গাছ মানে এক অর্থে জীবন। কখনও কখনও সেই গাছ কিন্তু ইতিহাসের কথাও বলে। বাড়ির আশপাশে এমন বট-অশ্বত্থ তো থাকেই, যারা সাক্ষী রয়েছে দীর্ঘ সময়ের নানা ঘটনার। এমনই একটি গাছ এখন খবরের শিরোনামে। প্রায় ৪০০ বছরের পুরনো এই বনসাই ট্রি (বামন গাছ)। বিশ্বের নানা ইতিহাসের সাক্ষী সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ১৪:৪০
Share:

পরমাণু বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল।

গাছ মানে এক অর্থে জীবন। কখনও কখনও সেই গাছ কিন্তু ইতিহাসের কথাও বলে। বাড়ির আশপাশে এমন বট-অশ্বত্থ তো থাকেই, যারা সাক্ষী রয়েছে দীর্ঘ সময়ের নানা ঘটনার। এমনই একটি গাছ এখন খবরের শিরোনামে। প্রায় ৪০০ বছরের পুরনো এই বনসাই ট্রি (বামন গাছ)। বিশ্বের নানা ইতিহাসের সাক্ষী সে। কিন্তু এই গাছ আরও স্পেশ্যাল, কারণ হিরোশিমার উপর আমেরিকা যখন পরমাণু বোমা ফেলেছিল, তার ঠিক দুই মাইল দূরে ছিল এই গাছের ঠিকানা। সে দিন জাপানের নরক যন্ত্রণা অনুভব করেছিল এই বনসাই গাছ। তাই হিরোশিমা গাছ বলেও পরিচিত এটি। চলুন পরিচয় করে নেওয়া যাক উচ্চতায় খাটো, বয়সে ‘প্রবীণ’ এই বনসাই গাছকে।

Advertisement

আরও পড়ুন- এত সোজা জিনিস, তবু ভুল জানি আমরা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন