বাজেট কম? এই গিফ্‌ট দিতে পারেন ভ্যালেন্টাইন্স ডে-তে

চলছে প্রেমের সপ্তাহ। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিন। তবে এটাও ঠিক যে আপনার জীবনের সেই বিশেষ একজনকে বছরের শুধু একটা দিনেই ভালবাসবেন এমনটা কখনই নয়। তবে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে স্পেশাল করে তুলতে গিফ্‌টের একটা বড় ভূমিকা রয়েছে। তবে পকেটের দিকটাও তো ভাবতে হবে! কারণ, শুধু গিফ্‌টেই তো থেমে থাকবে না এই স্পেশাল দিনের প্ল্যান! গিফ্‌টের সঙ্গে জুড়ে যাবে সারা দিনের প্ল্যানের আরও অনেক খরচও। তাই ভ্যালেন্টাইন্স ডে-র গিফ্‌টের ক্ষেত্রে সস্তায় কিস্তিমাত করতে জেনে নেওয়া যাক কিছু সস্তা গিফ্‌টের আইডিয়া।

Advertisement
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৭
Share:

চলছে প্রেমের সপ্তাহ। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিন। তবে এটাও ঠিক যে আপনার জীবনের সেই বিশেষ একজনকে বছরের শুধু একটা দিনেই ভালবাসবেন এমনটা কখনই নয়। তবে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে স্পেশাল করে তুলতে গিফ্‌টের একটা বড় ভূমিকা রয়েছে। তবে পকেটের দিকটাও তো ভাবতে হবে! কারণ, শুধু গিফ্‌টেই তো থেমে থাকবে না এই স্পেশাল দিনের প্ল্যান! গিফ্‌টের সঙ্গে জুড়ে যাবে সারা দিনের প্ল্যানের আরও অনেক খরচও। তাই ভ্যালেন্টাইন্স ডে-র গিফ্‌টের ক্ষেত্রে সস্তায় কিস্তিমাত করতে জেনে নেওয়া যাক কিছু সস্তা গিফ্‌টের আইডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement