New Year 2026 Astrology

২০২৬ সালে শনির সুনজর পড়বে তিন রাশির উপর! অর্থ, যশ, খ্যাতির চূড়ায় অবস্থান করবেন কারা?

২০২৬ সালে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তার পর রেবতী নক্ষত্রে গমন করবে। তিনটি রাশির জাতক-জাতিকারা শনির আশীর্বাদে এই বছর অসাধারণ সাফল্য পাবেন। জ্যাোতিষমতে, কর্মজীবন, স্বাস্থ্য ও আর্থিক দিক থেকে সাফল্যের চূড়ায় অবস্থান করবে তিন রাশি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১০:৪৬
Share:
০১ ১৫

নতুন বছরের জন্য অপেক্ষা আর মাত্র দু’মাস। নতুন বছর মানেই নতুন আশা। জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৬ সাল নানা দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বৃহস্পতি, সূর্য, মঙ্গল, রাহু ও কেতুর মতো গ্রহগুলি যেমন তাদের স্থান পরিবর্তন করতে চলেছে তেমনই শনির ক্ষেত্রে নক্ষত্র পরিবর্তনের ঘটনা ঘটতে চলেছে আগামী বছরে।

০২ ১৫

নয় গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতির গ্রহ বলে পরিচিত। প্রতি আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে শনি। সেই হিসাব অনুযায়ী ২০২৬ সালেও শনি মীন রাশিতেই অবস্থান করবে। তবে বছরের শুরুতেই শনির নক্ষত্র পরিবর্তন হবে।

Advertisement
০৩ ১৫

বছরের শুরুতেই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এর পর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তার পর রেবতী নক্ষত্রে যাবে। এর ফলে শনির সাড়েসাতির প্রভাব তুঙ্গে পৌঁছোবে। শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে ভাগ্য পরিবর্তন হতে চলেছে রাশিচক্রের কতিপয় রাশির।

০৪ ১৫

শনিকে কর্মফলের দেবতা হিসাবে ধরা হয়। শনি হল কর্মের কারক এবং ন্যায়বিচারক গ্রহ। কর্মের কারক হওয়ার কারণে সমস্ত প্রকার কর্মের উপর প্রভাব দান করে শনি। শনির সাড়েসাতির প্রভাবে ২০২৬-এর গোড়া থেকে কয়েকটি রাশির ভাগ্য বদলাতে চলেছে।

০৫ ১৫

বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকারা শনির আশীর্বাদে এই বছর অসাধারণ সাফল্য পাবেন। কর্মজীবন, স্বাস্থ্য ও আর্থিক দিক থেকে এঁরা হবেন ভাগ্যবান। জ্যোতিষশাস্ত্র মতে এই সব রাশির জাতকেরা নতুন বছরে প্রভূত উন্নতি করতে পারবেন।

০৬ ১৫

বৃষ: ২০২৬ সাল বৃষ রাশির জাতকদের জীবনে সাফল্যের বান ডাকতে পারে। দুরন্ত সময় আসতে চলেছে বৃষ রাশির জাতকদের। শনির প্রভাবে আর্থিক বাধা কেটে অর্থলাভের সম্ভাবনা প্রবল হতে চলেছে। অর্থকষ্ট কেটে যাওয়ার ফলে মানসিক চাপও কমে যাবে। সাংসারিক জীবন সুখে কাটবে।

০৭ ১৫

শনির সাড়েসাতির প্রভাবে নতুন বছরে সবচেয়ে ভাল সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। জীবনের সমস্ত ক্ষেত্রেই সাফল্যের স্বাদ পাবেন বৃষ রাশির জাতকেরা। নতুন কাজের পরিকল্পনা সফল হবে এবং সমাজে সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রেও শনির আশীর্বাদ সঙ্গে পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

০৮ ১৫

আর্থিক ক্ষেত্রের পাশাপাশি কর্মক্ষেত্রের পরিবেশও অনুকূল থাকবে বৃষ রাশির জাতকদের। পেশার দিক দিয়ে ২০২৬ বৃষ রাশির জন্য শুভ বার্তা বয়ে আনবে। খুবই ভাল কাটবে বছরটি। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ও শেয়ার বাজার থেকেও মোটা টাকা প্রাপ্তির ইঙ্গিত মিলেছে। সম্পদ ও যানবাহন কেনার সুযোগ আসতে পারে নতুন বছরে।

০৯ ১৫

মিথুন রাশি: নতুন বছরটি দারুণ শুভ হতে চলেছে মিথুন রাশির জন্য। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ করার ফলে এই রাশির জাতকদের জীবনে থাকা বাধা দূর হবে। দ্রুত অগ্রগতির পথে অগ্রসর হবেন মিথুনের জাতকেরা। যে পরিকল্পনা দীর্ঘ দিন ধরে জমিয়ে রাখা রয়েছে তা ফলপ্রসূ হতে পারে শনির আশীর্বাদে।

১০ ১৫

আর্থিক দিক থেকে নিশ্চিন্ততা লাভ করতে পারে মিথুন রাশির ব্যক্তিরা। আয় বৃদ্ধি পাবে এবং একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল হবে। এই রাশির জন্য ২০২৬ সাল হবে সাফল্যে ভরপুর। শনির কৃপায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি ঘটবে এবং সঞ্চয়ের পরিমাণও বাড়তে পারে।

১১ ১৫

মিথুন রাশির জাতকেরা কেরিয়ারে নতুন নতুন দিশা পাবেন। লেখালেখির পেশার সঙ্গে যুক্ত এমন জাতক-জাতিকারা উন্নতির জোয়ারে ভাসবেন। নতুন সুযোগ দরজায় কড়া নাড়বে। তবে শান্ত মনে সব দিক ভেবে সিদ্ধান্ত নিতে হবে। নতুন দায়িত্ব ও নেতৃত্বদানের প্রস্তাব আসতে পারে। পেশাজীবনে গুরুত্ব বাড়বে মিথুনের জাতক-জাতিকাদের।

১২ ১৫

প্রেমজীবনে সুখের সাগরে ভাসবে মিথুন রাশি। সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব আসবে। অবিবাহিতদের সাত পাকে বাঁধা পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে আগামী বছরে।

১৩ ১৫

তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনের মোড় ঘুরতে চলেছে ২০২৬ সালে। বড়সড় পরিবর্তন দেখা দেবে জাতক-জাতিকাদের জীবনে। জীবনের সমস্যার প্রতিকার পেতে পারেন তুলার জাতক-জাতিকারা। শনির ভাদ্রপদে গোচর তুলা রাশির জীবনে আশীর্বাদ হয়ে আসতে চলেছে নতুন বছরে।

১৪ ১৫

তুলা রাশির কর্মজীবনে আসবে স্থিতি, সম্মান ও সাফল্য। আত্মবিশ্বাসে ভরপুর তুলা রাশির জাতক-জাতিকাদের পেশাজীবনে উন্নতির নতুন নতুন পথ খুলে যাবে ২০২৬ সালে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে সাফল্য হাতের মুঠোয় ধরা দিতে পারে।

১৫ ১৫

তুলার জাতকদের চাকরি ও ব্যবসায় সমান তালে উন্নতির সংযোগ থাকছে নতুন বছরে। বিদেশ সফরের যোগ আছে। সংসার এবং সম্পর্কেও উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে শনির আশীর্বাদে। শনির সাড়েসাতির প্রভাবে ভাগ্য তুঙ্গে পৌঁছোবে এই রাশির।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement