হিন্দি চলচ্চিত্রজগতে হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তবে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি নামকরা অভিনেত্রী। বলিউডে পরিচিতি তৈরি করতে না পারলেও ব্যক্তিগত জীবনের কারণে সব সময় চর্চায় থেকেছেন অভিনেত্রী সোনম বাজওয়া। একাধিক ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে সোনমের। কিন্তু সকল চর্চাই হাওয়ায় উড়িয়ে দিয়েছেন নায়িকা।
১৯৮৯ সালের অগস্ট মাসে উত্তরাখণ্ডের রুদ্রপুরে জন্ম সোনমের। বাবা-মা এবং যমজ ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। তাঁর বাবা-মা দু’জনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
শৈশব থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল সোনমের। সর্বভারতীয় সেরা সুন্দরীর প্রতিযোগিতা জিততে চেয়েছিলেন তিনি। স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে বিমানসেবিকা হিসাবে কিছু দিন কাজ করেছিলেন সোনম।
২০১২ সালে সর্বভারতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সোনম। বিজয়ী হতে না পারলেও সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে সোনমের জীবনের মোড় অন্য দিকে ঘুরে যায়।
২০১৩ সালে পঞ্জাবি ভাষার একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান সোনম। পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। তার পর একে একে তামিল এবং তেলুগু ভাষার ছবিতে অভিনয় করেন সোনম। পঞ্জাবি ভাষায় একাধিক মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
বলিপাড়ায় কাজের সুযোগ পেতেই নাকি প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল সোনমকে। আশাভঙ্গও হয়েছিল তাঁর। এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন যে, তিনি বলিউডের একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন। সেই সংস্থার তরফে তিনটি হিন্দি ছবির চুক্তি হয়েছিল সোনমের সঙ্গে। পরে নাকি পরিচালকই বেঁকে বসেছিলেন।
সোনম সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, চুক্তির সঙ্গে জড়িত প্রথম ছবির শুটিং শুরু হওয়ার আগেই বাধা পড়েছিল। ছবির শুটিং শুরুর ছ’দিন আগে ছবির পরিচালক জানিয়েছিলেন, তিনি সোনমের উপর ভরসা করতে পারছেন না। পরে সেই চুক্তির সঙ্গে জড়িয়ে থাকা তিনটি ছবিই বাতিল হয়ে গিয়েছিল।
২০১৪ সালে ফারহা খানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’। বলিপাড়ার একাংশের দাবি, এই ছবিতে মোহিনী চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন সোনম। কিন্তু মনোনীত হননি তিনি।
শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেতে পারেন বলে অডিশন দিয়েছিলেন সোনম। পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। শাহরুখের ‘প্রেমিকা’ হতে চেয়েও স্বপ্নপূরণ হয়নি সোনমের।
সোনমের দাবি, হিন্দি ছবিতে অভিনয় করলেই চুমুর দৃশ্যে অভিনয় করতে হতে পারে। এমনটা ভেবে একাধিক হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও নাকি ফিরিয়ে দিয়েছিলেন সোনম। তিনি ভেবেছিলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে পঞ্জাবের দর্শকের মনে তিনি আঘাত দিয়ে ফেলবেন। কিন্তু পরে তিনি স্বীকার করেছিলেন যে, হিন্দি ছবিতে এই কারণে অভিনয় করতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিলেন।
২০১৯ সালে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’ ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় করেন সোনম। তা ছাড়া ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবির একটি গানের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে। গানের দৃশ্যটি সিনেমায় না থাকলেও পরে তা আলাদা ভাবে ইউটিউবে মুক্তি পায়।
কানাঘুষো শোনা যায়, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রক্ষিত অগ্নিহোত্রী নামে এক পাইলটকে গোপনে বিয়ে করেন সোনম। দিল্লির বাসিন্দা রক্ষিতের সঙ্গে নাকি তিন বছরের সম্পর্ক ছিল। পরে নাকি তাঁদের বিবাহবিচ্ছেদও হয়ে যায়। তবে এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি সোনম।
এই প্রথম বার নয়। এর আগেও সোনমের ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সোনম। সমাজমাধ্যমে তার ছিটেফোঁটা প্রমাণও মিলেছিল।
২০১৮ সালে ইনস্টাগ্রামের পাতায় সোনম এবং কেএল রাহুল পরস্পরের সঙ্গে দুষ্টুমিষ্টি কমেন্ট চালাচালি করছিলেন। তা নেটাগরিকদের অধিকাংশের নজরে পড়তেই দু’জনের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়ে যায়। পরে বলি অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে কেএল রাহুলের সম্পর্ক প্রকাশ্যে এলে সোনমের প্রসঙ্গ থিতিয়ে যায়।
সোনমের নাম জড়িয়ে পড়েছিল ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমন গিলের সঙ্গেও। ২০২৪ সালের জানুয়ারি মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত দ্বিশতরান করেছিলেন শুভমন। বার বার বড় ইনিংস খেলে শিরোনামে এসে শুভমন যে সাফল্য অর্জন করেছিলেন, তার নেপথ্যে নাকি ছিলেন সোনম।
পঞ্জাবি ভাষায় একটি চ্যাট শোয়ের সঞ্চালনা করতেন সোনম। সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল শুভমনকে। শুভমনের সঙ্গে হাত মিলিয়েছিলেন সোনম। সেই দৃশ্য সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। তা দেখেই গুঞ্জন শোনা যেতে থাকে যে, সোনমের কারণেই নাকি শুভমনের পেশাগত জীবনে সাফল্য এসেছে।
শুভমনের সঙ্গে সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে সোনম লিখেছিলেন যে, ‘ইয়ে সারা কা সারা ঝুট হ্যায়’। বাংলায় যার অর্থ, ‘এর সর্বৈব মিথ্যা’। দু’বার ‘সারা’ শব্দটি ব্যবহার করায় অনেকে সারা আলি খান এবং সারা তেন্ডুলকরের প্রসঙ্গও তুলেছিলেন। কারণ, এই দুই নারীর সঙ্গেই জড়িয়েছিল শুভমনের নাম।
চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল ৫’, ‘বাঘী ৪’ এবং ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ নামের তিনটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন সোনম। সমাজমাধ্যমেও তাঁর অনুরাগীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ১ কোটির গণ্ডি পার করে ফেলেছে।
বলিউডের গুঞ্জন, সোনম বর্তমানে একটি সম্পর্কে রয়েছেন। তাঁর প্রেমিক পঞ্জাবি চলচ্চিত্রজগতের তারকা নন। মুম্বইয়ের বাসিন্দা সেই তরুণ। কিন্তু বলিপাড়ার সঙ্গেও কোনও যোগসূত্র নেই তাঁর। সোনম আপাতত এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে রয়েছেন।