নেদারল্যান্ডসের উত্তর ব্রাবান্ট প্রদেশে জঙ্গলের এক পাশ থেকে অন্য প্রান্তে জীবজন্তুদের চলাচলের জন্য সরকারের তরফে তৈরি করে দেওয়া হয়েছে সেতু।
ইংল্যান্ডে শুধুমাত্র স্যালাম্যান্ডার চলাচলের জন্য সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হয়েছে।
কানাডার সব চেয়ে পুরনো জাতীয় অরণ্য ‘বানফ ন্যাশনাল পার্ক’-এ পান্ডাদের জন্য তৈরি হয়েছে বিশেষ গুহা।
লন্ডনের ভিক্টোরিয়া পার্কের মধ্যে চলে গিয়েছে বড় বড় সড়ক। তার উপর দিয়ে তৈরি করা হয়েছে ঝুলন্ত সেতু।
সিঙ্গাপুরেও রয়েছে এই বিশেষ ধরনের সেতু।
জার্মানির অভয়ারণ্যেও রয়েছে এমনই কয়েকটি সেতু।
কানাডার বানফ ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে চলে গিয়েছে বিরাট বড় দু’টি সড়ক। পশুদের চলাফেরার সুবিধের জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে একটি সেতু।
রেললাইনের উপর দিয়ে চলাফেরা করতে গিয়ে কচ্ছপরা যাতে কোনও ভাবে আঘাতপ্রাপ্ত না হয়, তার জন্য জাপানে রেললাইনের পাশ দিয়েই তৈরি হয়েছে ছোট্ট টানেল।
পশুদের যাতে ক্ষতি না হয়, সে জন্য তৈরি হয়েছে বিশেষ সেতু।
অস্ট্রেলিয়ার ক্রিস্টমাস দ্বীপে একটা সময় ঝাঁকে ঝাঁকে কাঁকড়া একটা জায়গা থেকে অন্যত্র পাড়ি জমায়। চলাফেরা করতে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে কাঁকড়াদের জন্য সেতু তৈরি করে দেওয়া হয়েছে।