লোকাল ট্রেনে অমিতাভ বচ্চন

মুম্বইয়ের লোকাল ট্রেন তখন উপচে পড়েছে নিত্যযাত্রীদের ভিড়ে! সেই ভিড় ঠেলে-ঠুলে একটা কামরায় দিব্যি উঠে পড়লেন অমিতাভ বচ্চন! একটা জায়গাও করে নিলেন বসার! তার পর মন খুলে পাক্কা দু’ ঘণ্টা ধরে গেয়ে গেলেন একটার পর একটা গান!

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১১:২৫
Share:

ভক্তের তোলা ছবিতে বিগ বি।

মুম্বইয়ের লোকাল ট্রেন তখন উপচে পড়েছে নিত্যযাত্রীদের ভিড়ে! সেই ভিড় ঠেলে-ঠুলে একটা কামরায় দিব্যি উঠে পড়লেন অমিতাভ বচ্চন! একটা জায়গাও করে নিলেন বসার! তার পর মন খুলে পাক্কা দু’ ঘণ্টা ধরে গেয়ে গেলেন একটার পর একটা গান! লোকাল ট্রেনে গান গেয়ে উপার্জন করা সৌরভকে সাহায্য করার জন্য এ ভাবে এগিয়ে এলেন তিনি। বিগ বি-র সেই সফরের কয়েক ঝলক দেখুন এই গ্যালারিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement