Sex Drive According to Astrology

বিছানায় কেউ হিংস্র, কেউ আগ্রাসী, কেউ রাজা তো কেউ ‘ফকির’! সঙ্গীদের যৌনতৃপ্তি দেওয়ায় জুড়ি মেলা ভার এই ছ’রাশির

আপনি বিছানায় কেমন? প্রশ্নটা সরাসরি কাউকে করা না গেলেও প্রথম ডেটে গেলে, প্রেমের প্রথম পর্যায়ে বা সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা ঘুরপাক খায় সকলের মনেই। জানেন কি রাশির মধ্যেই লুকিয়ে আছে এর উত্তর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০৯:৩৫
Share:
০১ ১৬

যৌনতা। মানুষের একেবারে প্রাথমিক চাহিদাগুলির মধ্যে অন্যতম। কিন্তু সবার যৌনচাহিদা এক রকম হয় না। রাশি অনুযায়ী তা পাল্টে যায়। অন্তত তেমনটাই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।

০২ ১৬

আপনি বিছানায় কেমন? প্রশ্নটা সরাসরি কাউকে করা না গেলেও প্রথম ডেটে গেলে, প্রেমের প্রথম পর্যায়ে বা সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা ঘুরপাক খায় সকলের মনেই। জানেন কি, রাশির মধ্যেই লুকিয়ে আছে এর উত্তর? আপনার রাশিই ঠিক করে দেয় আপনার ‘সেক্স লাইফ’।

Advertisement
০৩ ১৬

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৬টি রাশির জাতক-জাতিকাদের মধ্যে যৌন-আকাঙ্ক্ষা থাকে সবচেয়ে বেশি। একনজরে দেখে নেওয়া যাক কোন রাশির জাতকেরা যৌনতায় কেমন? কারা তাঁদের স‌ঙ্গীকে বিছানায় তৃপ্তি দিতে পারেন সবচেয়ে বেশি।

০৪ ১৬

বৃশ্চিক: এই তালিকায় প্রথমেই রয়েছে বৃশ্চিক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যৌনতা নিয়ে উত্তেজিত থাকেন সব সময়। বিছানায় আগ্রাসী হয়ে উঠতে পারেন এঁরা।

০৫ ১৬

গোটা রাশিচক্রে বৃশ্চিক রাশিকেই সবচেয়ে কামুক বলে মনে করা হয়। এ-ও মনে করা হয়, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নিয়ন্ত্রিত করা যেতে পারে কামশক্তি দিয়ে। তবে প্রেম-ভালবাসার ক্ষেত্রেও এঁরা পিছিয়ে নেই। কাউকে ভালবেসে তবেই তাঁদের সঙ্গে যৌনতায় মাততে পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা।

০৬ ১৬

মেষ: যৌনক্ষেত্রে মেষ রাশির জাতকেরাও এগিয়ে। এঁদের যৌনক্ষমতা প্রবল ও দীর্ঘস্থায়ী হয়। এঁদের উদ্যমী মনোভাব যৌনতার সময় ভীষণ ভাবে প্রকাশ পায়।

০৭ ১৬

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতক-জাতিকাদের যৌন-সংস্পর্শ সহজে ভোলা যায় না। যৌন-আকাঙ্ক্ষার পাশাপাশি মেষ রাশির জাতক-জাতিকারা আবেগপ্রবণও হন। সঙ্গমের সঙ্গে কাউকে অস্বস্তিতে ফেলেন না এঁরা।

০৮ ১৬

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারও যৌনসম্পর্ক নিয়ে খুবই আবেগপ্রবণ। সঙ্গীর সঙ্গে মিলনের সময় একটু বেশিই অনুভূতিপ্রবণ হয়ে পড়েন এঁরা।

০৯ ১৬

তবে জ্যোতিষশাস্ত অনুযায়ী, কর্কট রাশির জাতকেরা যে কারও সঙ্গে যৌনসম্পর্কে বিশ্বাসী নন। শুধুমাত্র সঙ্গীর কাছেই নিজের যৌনক্ষমতা তুলে ধরতে ভালবাসেন। এঁরা যদি সঙ্গীর ভালবাসা অনুভব না করতে পারেন, তা হলে নিজেদের সরিয়েও নেন।

১০ ১৬

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা যৌনতা নিয়ে উৎসাহী হলেও কখনও আগ্রাসী হয়ে ওঠেন না। বলা হয়, স্বপ্নের মতো যৌনজীবন চাইলে বৃষ রাশির সঙ্গী আদর্শ।

১১ ১৬

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যৌনতা নিয়ে ছুতমার্গ নেই বৃষ রাশির জাতক-জাতিকাদের। মনে করা হয়, যৌনতা এঁদের কাছে শ্বাস-প্রশ্বাস এবং খাবার খাওয়ার মতোই স্বাভাবিক একটি প্রক্রিয়া।

১২ ১৬

মীন: তালিকায় এর পরেই রয়েছে মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকারা তাঁদের সঙ্গীকে যাবতীয় যৌনতার সুখ দিতে চান। এই রাশির পুরুষ সঙ্গীরা যৌনতার বিষয়ে ভীষণ ভাবে যত্নবান হন। যৌনতার সময়ে নানা রকম ইঙ্গিতও দেন সঙ্গীকে।

১৩ ১৬

মনে করা হয় মীন রাশির জাতক-জাতিকারা সঙ্গমের সময় তাঁদের সঙ্গীকে অন্য জগতে নিয়ে যেতে পারেন। তবে মীন রাশির সঙ্গে যৌনক্রিয়ায় জড়ালে ধৈর্য ধরতেই হবে। কারণ, যত ক্ষণ না সঙ্গীর সঙ্গে নিরাপদ বোধ করছেন, তত ক্ষণ এঁরা গুটিয়েই থাকেন।

১৪ ১৬

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা যৌনতা নিয়ে খুব খোলামেলা। যৌনতা নিয়ে কথা বলতে ভালবাসেন এঁরা। ‘বিছানার রাজা/রানি’ও বলা হয় কন্যা রাশির জাতক-জাতিকাদের।

১৫ ১৬

কন্যা রাশির জাতক-জাতিকারা বিছানায় আগ্রাসীও বটে। তাই এঁদের থেকে প্রতি বারই আগ্রাসী সঙ্গম আশা করতে পারেন সঙ্গীরা।

১৬ ১৬

সিংহ, ধনু, মিথুন, মকর, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা যৌনতার ক্ষেত্রে ভাল হতে পারেন। যৌনতৃপ্তি দিতে পারেন সঙ্গীকে। তবে বাকি ছ’রাশির মতো যৌনকাঙ্ক্ষী নন এঁরা। দিনেদুপুরে যৌনতার স্বপ্নও দেখেন না।

সব ছবি: প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement