মোয়ো। অনাথ বাচ্চা হাতি। যখন তার বয়স মাত্র কয়েকদিন, বন্যায় মাতৃহারা হয়ে পড়ে সে। উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে জিম্বাবোয়ের ওয়াইল্ড ইজ লাইফ অভয়ারণ্যে নিয়ে আসে। সেখানে মোয়ো খুঁজে পায় আর এক নতুন মা কে। না, কোনও মা হাতি নয়। এই অভয়ারণ্যের মালিক রক্সি ড্যাঙ্কওয়ার্টকে নিজের মায়ের জায়গা দেয়। এখান থেকেই শুরু তার বড় হওয়া। পড়াশুনা। এখানে কেমন কাটায় মোয়ো? দেখে নিন বেশ কিছু মোয়োর মিষ্টি মুহূর্ত।
আরও খবর-ছেলে, মেয়ে, লিজার্ড, পাইথন নিয়ে এরিকের সংসার