সময়ের সঙ্গে নয়, সময়কে পিছনে ফেলে দৌড়চ্ছি আমরা। আধুনিক থেকে আধুনিকতর হচ্ছি। মানচিত্র পাল্টাছে পৃথিবীর। একশো বছর আগে পৃথিবীর যে রূপ ছিল, আজ তার বেশির ভাগটাই বদলেছে। সৌজন্যে আমরাই। পৃথিবীর বুকে দু’বার বিশ্বযুদ্ধ হয়ে গেছে। অনবরত চলছে গৃহযুদ্ধ, সন্ত্রাস। চলেছে ভয়ঙ্কর ধ্বংসলীলা। সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়েই হয়েছে নতুন সৃষ্টি। এক নজরে দেখে নেওয়া যাক গত একশো বছরে বিশ্বের ছোট-বড় শহরগুলি কী ভাবে উন্নতি করেছে? কেমন ভাবে পাল্টেছে তাদের রূপরেখা?