নীল রঙে সাজল দার্জিলিং স্টেশন

বিশ্বজুড়ে ২০০টি ঐতিহ্যের সঙ্গে নীল আলোয় সাজল দার্জিলিং রেল স্টেশন। নীল রঙের এলইডি টুনি আলো অনেকটা ইংরেজি ‘ইউ’য়ের মতো করে সারি দিয়ে সাজানো হয়েছে। শনিবার ছিল রাষ্ট্রপুঞ্জের সত্তরতম প্রতিষ্ঠা দিবস।

Advertisement
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৫ ০০:০৪
Share:

বিশ্বজুড়ে ২০০টি ঐতিহ্যের সঙ্গে নীল আলোয় সাজল দার্জিলিং রেল স্টেশন। নীল রঙের এলইডি টুনি আলো অনেকটা ইংরেজি ‘ইউ’য়ের মতো করে সারি দিয়ে সাজানো হয়েছে। শনিবার ছিল রাষ্ট্রপুঞ্জের সত্তরতম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে তাদের স্বীকৃত ঐতিহ্যপূর্ণ স্থালগুলিকে নীল আলো দিয়ে সাজাতে অনুরোধ করা হয়। সেই মতো দার্জিলিং রেল স্টেশনকেও সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপুঞ্জের ‘অফিশিয়াল কালার’ হিসেবে নীল রং স্বীকৃত। দার্জিলিঙের টয়ট্রেনও রাষ্ট্রপুঞ্জের ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে স্বীকৃত। হেরিটেজ স্বীকৃত দার্জিলিং রেল স্টেশন এবং সংগ্রহশালাও। তাই বিশ্বের ৬০টি দেশের ২০০টি জায়গার মতো দার্জিলিং রেল স্টেশনও শনিবার নীল আলোর মালায় সেজেছিল। দিল্লির লালকেল্লা, কুতুবমিনার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসেও নীল আলো দিয়ে এ দিন সাজানো হয়েছিল বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় দার্জিলিং স্টেশনের ছবিটি তুলেছেন রবিন রাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন