বিপাশা বসু আর জন আব্রাহাম।
যখন ভালবাসা ছিল, তাঁরাও ছিলেন এক সঙ্গে। তাঁদের সেই ভালবাসা নিয়ে তৈরি হয়েছিল কিংবদন্তি। ভালবাসায় ভাঙন এলে তাঁরাও সরে গিয়েছিলেন দূরে। কিন্তু, কিংবদন্তি আজও অটুট। বলিউডের তেমন কিছু সম্পর্ক ভেঙে যাওয়া জুটিকে নতুন করে দেখুন এই গ্যালারিতে।