টাকার চাহিদা সকলের জীবনেই রয়েছে। যে ব্যক্তি বিলাসবহুল জীবন কাটান, তিনিও যেমন সম্পত্তি বৃদ্ধির স্বপ্ন দেখেন, তেমনই দিন আনা দিন খাওয়া মানুষটিও চান তাঁর অবস্থার উন্নতি ঘটুক। এই সব স্বপ্নের নেপথ্যেই রয়েছে টাকা। টাকা থাকলেই এ সকল আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব।
২০২৫ শেষ হতে বাকি আর এক মাস। আর কিছু দিন পর থেকেই বিশ্ববাসী বর্ষশেষের আনন্দে মেতে উঠবেন। তবে মনের কোণে নতুন বছর কেমন কাটবে সেই চিন্তা ঘুরেফিরে উঁকি মারা শুরু করে দিয়েছে এখন থেকেই। সকলেই চান নতুন বছরটা যেন আনন্দে কাটে।
বিশেষ করে টাকাপয়সার দিক থেকে বছরটি যেন ভাল থাকে সেই কামনা সকলেই করেন। অনেক সময় প্রচুর পরিশ্রমের পরও মনের মতো অর্থ উপার্জন হয় না। তখন কাজ করার ইচ্ছাশক্তি চলে যাওয়াই স্বাভাবিক।
শাস্ত্র জানাচ্ছে, ২০২৬-এর প্রথম দিন থেকে যদি রাশি অনুযায়ী বিশেষ টোটকা পালন করা যায় তা হলে নতুন বছরে আর অর্থকষ্টে দিন কাটাতে হবে না। টোটকার গুণে জীবন থেকে টাকা সংক্রান্ত সকল কষ্ট বিদায় নেবে। টোটকাগুলি কী জেনে নিন।
মেষ: প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে সূর্যের আলোয় কিছু ক্ষণ দাঁড়ান। সূর্যের মুখ দর্শন করুন। তার পর স্নান সেরে সূর্যপ্রণাম করুন। এরই সঙ্গে প্রতি সপ্তাহের রবিবার লক্ষ্মী-নারায়ণকে গুড়ের পায়েস অর্পণ করুন। প্রতি সপ্তাহে সম্ভব না হলে, প্রতি মাসে যে কোনও একটি রবিবার এই কাজটি করার চেষ্টা করুন।
বৃষ: অর্থকে নিজের দিকে আকৃষ্ট করতে বৃষ জাতক-জাতিকারা প্রতি দিন যে কোনও সময় শিবের দর্শন করুন। শুক্রবার করে শিবের মাথায় জল ও অখণ্ড চাল অর্পণ করুন। টাকা কেবল আপনার দিকে আকৃষ্টই হবে না, হাতেও থাকবে।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা নিজেদের বাড়িতে একটা মা দুর্গার ছবি রাখুন। প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে দেবীর মুখ দেখে দিনটা শুরু করুন। প্রতি সপ্তাহের বুধবার গণেশকে একটি করে লাল জবাফুল অর্পণ করুন। জীবনে টাকা সম্পর্কিত কোনও সমস্যা আর থাকবে না।
কর্কট: নিষ্ঠাভরে কৃষ্ণের উপাসনা করলে কর্কটের ব্যক্তিরা অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। শ্রীকৃষ্ণকে তুলসীপাতা সহযোগে পুজো করুন। মিছরি ও মাখন নৈবেদ্য হিসাবে দিন।
সিংহ: প্রতি দিন সকালে সূর্যপ্রণাম করুন। অর্থকষ্ট থেকে অনেকটা মুক্তি পাবেন। এরই সঙ্গে মঙ্গলবার করে হনুমানজির আরাধনা করুন। তাঁর পায়ে লাল জবাফুল ছুঁইয়ে নিজের পার্সে রেখে দিন।
কন্যা: অর্থসঙ্কট থেকে মুক্তি পেতে কন্যা রাশির জাতক-জাতিকারা বুধবার করে গণেশের আরাধনা করুন। গণপতিকে অখণ্ড চাল নিবেদন করুন। প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে গণেশের দর্শন করুন।
তুলা: ২০২৬-এ যে কোনও অর্থ সংক্রান্ত কাজ বা শুভ কাজে যাওয়ার আগে তুলা রাশির ব্যক্তিরা দই ও চিনি মুখে দিয়ে বেরোন। এরই সঙ্গে প্রতি দিন স্নানের পর লক্ষ্মীমন্ত্র পাঠ করুন। চোখে পড়ার মতো আর্থিক উন্নতি হবে।
বৃশ্চিক: আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি লাভের জন্য বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা প্রতি মঙ্গলবার করে বজরংবলিকে কমলা সিঁদুর ও কমলা রঙের বোঁদে নিবেদন করুন। এরই সঙ্গে অনাথ শিশুদের আপনার সাধ্যমতো লাল রঙের কোনও জিনিস দান করুন। প্রতি সপ্তাহে দানকার্য করা সম্ভব না হলে, মাসের যে কোনও একটি মঙ্গলবার অবশ্যই করুন। খুব ভাল ফল পাবেন।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা প্রতি রাতে ঘুমোনোর আগে মুখে একটু কেশর দিয়ে ঘুমোতে যান। এ ছাড়াও, প্রতি বৃহস্পতিবার শ্রীবিষ্ণুকে মিছরি ও কেশর নৈবেদ্য দিন। আর্থিক দিক দিয়ে সচ্ছলতা লাভ করবেন।
মকর: অর্থ আকৃষ্ট করতে মকর রাশির জাতক-জাতিকাদের প্রতি শনিবার করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এ ছাড়াও শনিদেবের উপাসনা করুন। যে কোনও জরুরি কাজে যাওয়ার সময় নীল রঙের জামা পরে যান বা সঙ্গে একটি নীল রঙের রুমাল রাখুন।
কুম্ভ: অর্থ আকৃষ্ট করার জন্য অফিসের ডেস্কে বা বাড়ির টেবিলে ছোট রুপোলি বর্ণের ঘট জলপূর্ণ করে তাতে দুটো রুপোর কয়েন দিয়ে রেখে দিন। এ ছাড়া সোমবার করে উপবাস রাখুন ও মহাদেবের উপাসনা করুন।
মীন: প্রতি দিন রাতে হলুদ মিশ্রিত দুধ খেয়ে ঘুমোতে যান। এতে মীন রাশির ব্যক্তিদের বৃহস্পতি ও চন্দ্র শক্তিশালী হবে। এর প্রভাবে অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। এ ছাড়া শুক্রবার করে লক্ষ্মীদেবীর উপাসনা করুন।