মার্ক ভিভিয়ন ফো: কনফেডারেশন কাপের সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ক্যামেরুনের মার্কের।
খেলতে খেলতে মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হল ক্যামেরুনের প্রতিভাবান মিডফিল্ডার প্যাট্রিক একেংয়ের। ক্লাব সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে মৃত্যু হয়েছে এই তরুণ ফুটবলারের। তবে একেংই প্রথম নন খেলার মাঠেই যাঁর মৃত্যু হল। এক নজরে দেখে নেওয়া এমন দশ ফুটবলারকে, মাঠে ঘটা দুর্ঘটনাতেই যাঁদের মৃত্যু হয়েছে।