কেমন ড্রোন কিনছে ভারত, দেখে নিন

আমেরিকার কাছ থেকে সর্বাধুনিক দুই ধরনের মোট একশোটি ড্রোন কিনছে ভারত। দু’শো কোটি মার্কিন ডলারে। একটি- ‘অ্যাভেঞ্জার’ গোত্রের। অন্যটি- ‘প্রেডেটার’ শ্রেণির। দ্বিতীয়টির কাজ শুধুই নজরদারি। কিন্তু প্রথমটি সরাসরি ব্যবহৃত হয় যুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ১৬:০৯
Share:

সর্বাধুনিক মার্কিন ড্রোন।

আমেরিকার কাছ থেকে সর্বাধুনিক দুই ধরনের মোট একশোটি ড্রোন কিনছে ভারত। দু’শো কোটি মার্কিন ডলারে। একটি- ‘অ্যাভেঞ্জার’ গোত্রের। অন্যটি- ‘প্রেডেটার’ শ্রেণির। দ্বিতীয়টির কাজ শুধুই নজরদারি। কিন্তু প্রথমটি সরাসরি ব্যবহৃত হয় যুদ্ধে। দু’টি ড্রোনই ‘Remotely Piloted Aircraft (RPA)’ গোত্রের। ওই সর্বাধুনিক ড্রোনগুলির নির্মাতা- ‘জেনারেল অ্যাটোমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস’। ‘প্রেডেটার’ শ্রেণির ড্রোনগুলির খবর সংগ্রহ, নজরদারির ব্যবস্থা একেবারে বিশ্ব মানের। তাতে রয়েছে সীমান্তে নজরদারির জন্য উচ্চ্ ক্ষমতা সম্পন্ন হাই ডেফিনিশান রাডার ও ইলেক্ট্রো-অপটিক্যাল/ ইনফ্রারেড ইমেজিং ব্যবস্থা। দুই শ্রেণির ড্রোনগুলি দেখতে কেমন, তা বোঝাতে কয়েক ধরনের ড্রোনের ছবি দেওয়া হল এই অ্যালবামে।

Advertisement

আরও পড়ুন- চিনের মোকাবিলায় এ বার মার্কিন ড্রোন কিনছে ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন