কোনওটা বড় হাঙরের আদলে। আবার কোনওটা বা আগুনমুখো অক্টোপাসের মতো দেখতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক মরুভূমিতে গেলে এই ধরনের গাড়ি আপনিও চাক্ষুস করতে পারবেন। তবে যে কোনও সময় গেলেই যে এই সব ‘এক্সক্লুসিভ’ গাড়ির দেখা নাও পেতে পারেন। নিশ্চিত দেখা মিলবে ব্ল্যাক রকে বার্নিং ফেস্টিভ্যালের সময়। পুরনো গাড়িকেই বিভিন্ন ধরনের অদ্ভুত আদল দেন বিভিন্ন শিল্পী। দেখে নিন ২০১৬ সালের বার্নিং ফেস্টিভ্যালে অংশ নেওয়া গাড়িগুলোকে।
আরও পড়ুন: বেড়াতে বেরিয়ে ১৩ কোটি বছরের পুরনো পায়ের ছাপ আবিষ্কার