দিন কয়েক আগে বেছে নিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ। সেই দলে কোনও বাঁহাতিকে না রেখে সামান্য বিতর্ক তৈরি করেছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। এ বার চেতেশ্বর পুজারা এমন এক দল বাছলেন, যা নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক।
এ বার একুশ শতকের ভারত-ইংল্যান্ড সম্মিলিত সেরা টেস্ট দল বেছে নিলেন পুজারা। কিন্তু সেই দলে ঠাঁই পাননি অনেক নামী তারকাই। পুজারার বেছে নেওয়া দলে নেই সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, জেমস অ্যান্ডারসন বা অ্যালিস্টার কুকদের নাম। আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক।
পুজারার দলে জায়গা পাননি ইংল্যান্ডের অন্যতম সেরা ওপেনার অ্যালিস্টার কুক। ভারতের বিরুদ্ধে ৩০ টেস্টে সাত সেঞ্চুরি-সহ ২৪৩১ রান করেছেন বাঁহাতি ওপেনার।
ভারতীয় তারকার বেছে নেওয়া একাদশে ঠাঁই হয়নি ইংল্যান্ডের সর্বকালের সেরা জোরে বোলার জেমস অ্যান্ডারসনেরও। ভারতের বিরুদ্ধে ৩৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন ডানহাতি তারকা।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২টি টেস্ট খেলেছেন সচিন তেন্ডুলকর। রান করেছেন ২৫৩৫। শতরান সাতটি। ব্যাটিং গড় প্রায় ৫২। এ-হেন ‘ক্রিকেট ঈশ্বর’কেও দলে রাখেননি পুজারা। কারা জায়গা পেলেন পুজারার সেরা সম্মিলিত একাদশে? দেখে নেওয়া যাক।
অ্যালেক স্টুয়ার্ট: সম্মিলিত একাদশের ওপেনার হিসাবে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার অ্যালেক স্টুয়ার্টকে বেছে নিয়েছেন পুজারা। দলের উইকেটরক্ষকও তিনিই। কেরিয়ারে ১৩৩টি টেস্টে ৩৯.৫৪ গড়ে ৮৪৫৩ রান করেছেন স্টুয়ার্ট। টেস্ট কেরিয়ারে করেছেন ১৫টি শতরান।
রাহুল দ্রাবিড়: স্টুয়ার্টের সঙ্গে ওপেন করবেন রাহুল দ্রাবিড়। নিজের পরিচিত তিন নম্বরে নয়, পুজারা তাঁকে রেখেছেন দুই নম্বরে। দেশের হয়ে ১৬৪ টেস্ট খেলেছেন ‘দ্য ওয়াল’। ৫২.৩১ গড়ে করেছেন ১৩২৮৮ রান। শতরান করেছেন ৩৬টি।
জো রুট: পুজারার দলের তিন নম্বরে আসবেন জো রুট। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার ১৫৬ টেস্টে করেছেন ১৩২৫৯ রান। ৩৭ শতরান করা রুটের ব্যাটিং গড় প্রায় ৫১। দলের প্রয়োজনে স্পিন বোলিংও করতে পারেন ইংল্যান্ডের ডানহাতি ক্রিকেটার। টেস্টে ৭৩টি উইকেটও পেয়েছেন তিনি।
বিরাট কোহলি: ২১ শতকের সম্মিলিত একাদশের চার নম্বরে বিরাটকে রেখেছেন পুজারা। ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন বিরাট। কেরিয়ারে ৩০টি শতরানও করেছেন তিনি।
ভিভিএস লক্ষ্মণ: পুজারার সেরা একাদশের পাঁচ নম্বরে রয়েছেন ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ লক্ষ্মণ। ১৩৪ টেস্টে ৮৭৮১ রান করেছেন হায়দরাবাদি ব্যাটার। গড় প্রায় ৪৬। কেরিয়ারে ১৭টি শতরানও করেছেন ডানহাতি ব্যাটার।
বেন স্টোকস: পুজারার দলের রয়েছেন চার অলরাউন্ডার। এর মধ্যে দু’জন ইংল্যান্ডের। প্রথম জন বর্তমান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। এখনও পর্যন্ত ১১৪টি টেস্ট খেলেছেন বেন। ৩৫.১৫ গড়ে করেছেন ৬৮৯১ রান। বল হাতেও সমান কার্যকর বেন নিয়েছেন ২২৪টি উইকেট।
অ্যান্ড্রু ফ্লিনটফ: সম্মিলিত একাদশের দ্বিতীয় অলরাউন্ডার ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। কেরিয়ারে মাত্র ৭৯টি টেস্ট খেলেছেন এই ডানহাতি। করেছেন ৩৮৪৫ রান। পাঁচটি শতরানও করেছেন তিনি। ২২৬টি উইকেটও নিয়েছেন ডানহাতি অলরাউন্ডার।
রবীন্দ্র জাডেজা: দলের তৃতীয় অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজাকে রেখেছেন পুজারা। বল হাতে যেমন, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও তেমনই কার্যকর এই বাঁহাতি অলরাউন্ডার। কেরিয়ারে ৮৩ টেস্টে চারটি শতরান-সহ ৩৬৯৭ রান করেছেন জাডেজা। নিয়েছেন ৩২৬টি উইকেট।
রবিচন্দ্রন অশ্বিন: দলের চতুর্থ অলরাউন্ডার। পুজারার দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন অশ্বিন। কেরিয়ারে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন ডানহাতি অফস্পিনার। ছ’টি শতরান-সহ করেছেন সাড়ে তিন হাজারেরও বেশি রান।
জসপ্রীত বুমরাহ: পুজারার দলের পেস বিভাগের দায়িত্বে থাকবেন জসপ্রীত বুমরাহ। বর্তমান ভারতীয় দলের সেরা বোলার এখনও পর্যন্ত খেলেছেন ৪৭টি টেস্ট। নিয়েছেন ২১৭টি উইকেট। কেরিয়ারে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ১৫ বার।
মহম্মদ শামি: দেশের হয়ে ৬৪ টেস্টে ২২৯ উইকেট নেওয়া ডানহাতি পেসারকেও দলে রেখেছেন পুজারা। বুমরাহের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন মহম্মদ শামি।
ম্যাথু হগার্ড: পুজারার দলের দ্বাদশ ব্যক্তি ম্যাথু হগার্ড। টেস্টে তাঁর রেকর্ড শামির প্রায় সমতুল। কেরিয়ারে ৬৭টি টেস্টে ২৪৮টি উইকেট নিয়েছেন এই ইংরেজ ডানহাতি পেসার।