ভাবছেন এটা আবার কী? যেমন খুশি সাজো নাকি সুকুমার রায়ের আবোল তাবোলের নতুন 'প্রোডাক্ট'। যদিও নতুন এদমই নয়। হাঙ্গেরিয়ান হাইব্রিড শূকর মার্কিন মুলুক কিংবা ব্রিটেনে বেশ জনপ্রিয় পোষ্য। নাম ম্যাঙ্গালিকা। মুখটা শূকরের মতো। শরীর ভেড়ার লোমে ঢাকা। আবার তার আচরণ নাকি হুবুহু কুকুরের মতো। আজব জন্তু! দেখন তাকে নিয়ে মজার গ্যালারি।