সুজান ও জেমস কারসন। সান ফ্রান্সিসকো উইচ কিলার নামে কুখ্যাত<br> এই কাপ্ল ধরা পড়ে আশির দশকের প্রথম দিকে। অন্তত তিনটি খুনের দায়<br> স্বীকার করে তারা। দু’জনকেই ৭৫ বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত।
ছোটখাটো অপহরণ-ডাকাতি থেকে শুরু করে খুন-ধর্ষণ-যৌন আক্রমণ— সব ধরনের অপরাধই হাত পাকিয়েছে এরা। তবে একা একা নয় সঙ্গে জুটি হিসেবে বেছে নিয়েছে স্ত্রী বা বান্ধবীকে। আইনের ফাঁদে পড়ার আগে পর্যন্ত জানা ছিল না কী ভয়নাক কাণ্ড ঘটিয়েছে এরা। অপরাধের জগতে সা়ড়া ফেলে দেওয়া এই সিরিয়াল কিলারদের নিয়ে সাজানো গ্যালারি।
আরও দেখুন
মুখের আকৃতি দেখে চিনে নিন কে কেমন