‘আই অ্যাম সরি’ বলাটাই শুধু বাকি থাকল

কোনও একটা বড়সড় দুষ্টুমি করেছিল ছোট ছেলেটি। তাই ‘বাবা’ বকেছে। আর সেও বকুনি শুনে প্রায় কাঁদোকাঁদো। বাবার কোলে উঠে, তাকে জড়িয়ে ধরে মান ভাঙানোর চেষ্টা করছে। দুষ্টুমি করা ছেলেটি এটোরে নামের একটি কুকুর।

Advertisement
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩১
Share:

কোনও একটা বড়সড় দুষ্টুমি করেছিল ছোট ছেলেটি। তাই ‘বাবা’ বকেছে। আর সেও বকুনি শুনে প্রায় কাঁদোকাঁদো। বাবার কোলে উঠে, তাকে জড়িয়ে ধরে মান ভাঙানোর চেষ্টা করছে। দুষ্টুমি করা ছেলেটি এটোরে নামের একটি কুকুর। আর ‘বাবা’ অর্থাত্ এটোরোর মালিক। ‘ব্যাড বয়’ এটোরোর এই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল ওয়ার্ল্ডে। ফেসবুকে ইতিমধ্যেই হিট দু’কোটি ২০ লক্ষ। যেখানে ‘আই অ্যাম সরি’ বলাটাই শুধু বাকি রেখেছে এটোরো। তারই কিছু ছবি দেখুন গ্যালারিতে। ছবি: ফেসবুকের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement