নক্ষত্রের সমাবেশে বিরল মেজাজে বিরুষ্কা

অনুষ্কা এবং বিরাট ওরফে বিরুষ্কা। দু’জনের প্রেমের বাহুল্য সকলেরই জানা। সম্প্রতি ওয়ার্ল্ড কাপে বিরাটের আউট হয়ে যাওয়াকে ঘিরে কটূক্তির ঝড় ওঠে এই জুটিকে ঘিরে। তবে সব সময়েই সমালোচনার জবাব দিয়ে অনুষ্কার পাশে দাঁড়াতে পিছ পা হননি বিরাট।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ১৩:১৮
Share:

হাসিতে হাসিতে লুটায়ে প্রাণ। হবু কাপল অনুষ্কা-বিরাট।

অনুষ্কা এবং বিরাট ওরফে বিরুষ্কা। দু’জনের প্রেমের প্রাবল্য আজ আর কোনও খবর নয়। সম্প্রতি ওয়ার্ল্ড কাপে বিরাটের আউট হয়ে যাওয়াকে কেন্দ্র করে কটূক্তির ঝড় ওঠে এই জুটিকে ঘিরে। তবে কখনই সমালোচনার জবাব দিয়ে অনুষ্কার পাশে দাঁড়াতে পিছ পা হননি বিরাট। তার পর থেকেই তাঁদের প্রেম হয়ে উঠেছে যেন কোনও রূপকথা।

Advertisement

কিন্তু তাঁদেরকে কখনও হাসতে দেখেছি আমরা? ক্যামেরা সচেতন বিরুষ্কা প্রতিটা মুহূর্তেই যেন গম্ভীর, আরও গম্ভীর এবং আরও গম্ভীর। এই প্রথম সেই জুটিকে হাসতে দেখলাম আমরা সম্প্রতি আয়োজিক ভোগ বিউটি অ্যাওয়ার্ডের ফাঁকে।

ধরা পড়ল রানি মুখোপাধ্যায়, সোফি -সহ বহু নক্ষত্রের বিরল মুহূর্তও।

Advertisement

সৌজন্যে ভোগ এবং নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement