জন্মদিনে বিপাশাকে কী দিলেন হবু স্বামী?

এ বারের জন্মদিনটা যে করণ সিংহ গ্রোভারের সঙ্গেই কাটাবেন বিপাশা তা একরকম জানাই ছিল বি-টাউনের। কেক কেটে, শপিং করে জীবনের এই স্পেশাল দিনটা স্পেশাল মানুষের সঙ্গে এনজয় করলেন নায়িকা। ইন্সটাগ্রামে তাঁর শেয়ার করা ছবিই বলে দিচ্ছে এই নতুন সম্পর্কে দারুণ খুশি বিপ্‌স।

Advertisement
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪০
Share:

নতুন সানগ্লাসে নায়িকা।

এ বারের জন্মদিনটা যে করণ সিংহ গ্রোভারের সঙ্গেই কাটাবেন বিপাশা তা একরকম জানাই ছিল বি-টাউনের। কেক কেটে, শপিং করে জীবনের এই স্পেশাল দিনটা স্পেশাল মানুষের সঙ্গে এনজয় করলেন নায়িকা। ইন্সটাগ্রামে তাঁর শেয়ার করা ছবিই বলে দিচ্ছে এই নতুন সম্পর্কে দারুণ খুশি বিপ্‌স। দেখে নিন সেই ছবি। — ইন্সটাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement