অহনা দেওল-রণবীর সিংহ: কলেজ লাইফে এঁরা দু’জন নাকি পরস্পরকে ডেট করতেন। আবার অহনার সঙ্গে আদিত্য রয় কপূরেরও সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে এই সম্পর্ক নিয়ে এঁদের কেউই কোনও দিন মুখ খোলেননি।
অভিনয়ের উত্থান পতনের মতো বলিউডের সেলিব্রিটিদের সম্পর্কেও অনেক চড়াই উতরাই রয়েছে। কেউ কেরিয়ারের শুরুতেই সম্পর্কে জড়িয়েছেন, কেউ বা বলিউডে পা রাখার পর। সে রকমই কিছু সেলিব্রিটিদের দেখে নেওয়া যাক এই গ্যালারিতে কারা তাঁদের পুরনো প্রেমিক বা প্রেমিকা ছিলেন।
আরও দেখুন...