মহিমা চৌধুরী: ‘পরদেশ’ ছবিতে অভিনয়ের পর প্রচারের আলোয় আসেন। এর পর আর কোনও ছবিতে সে রকম সাফল্য পাননি। আস্তে আস্তে হারিয়ে যান।
বলিউডে অনেক নায়িকা এসেছেন আবার হারিয়েও গিয়েছেন। কেউ টিকে গেছেন কেউ বা একটা দু’টো হিট সিনেমার পরই অভিনয় জগত্ থেকে সন্ন্যাস নিয়েছেন। বিশেষ করে অনেকেই বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন। অভিনয়ের মঝ পথ থেকে হারিয়ে গেলেন যে সব বলি নায়িকারা তাঁদের মধ্যে কারা রয়েছেন দেখে নিন এই গ্যালারিতে।
আরও দেখুন...