অসহিষ্ণুতার বিরুদ্ধে এঁরাও

শিবসেনার হুমকিতে মুম্বইতে পাকিস্তানি গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল হয়েছিল দিন কয়েক আগেই। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এ বার গুলামের সমর্থনে মুখ খুললেন তিন বলি নায়িকা। পুনম পান্ডে, পূজা বেদী এবং কাশ্মীরা শাহ।

Advertisement
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৫ ১৬:২৭
Share:

সত্যি বলতে কি রাজনৈতিক ব্যক্তিরা হাইপ পাওয়ার জন্য যা খুশি করেন। নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করতে থাকলে তা অনেক সেনসিবল ভাবে করা উচিত।

শিবসেনার হুমকিতে মুম্বইতে পাকিস্তানি গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল হয়েছিল দিন কয়েক আগেই। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এ বার গুলামের সমর্থনে মুখ খুললেন তিন বলি নায়িকা। পুনম পান্ডে, পূজা বেদী এবং কাশ্মীরা শাহ। যাঁদের পোশাক বিতর্ক বেশির ভাগ সময়েই থাকে পেজ-থ্রির শিরোনামে। কী বললেন তাঁরা? জেনে নিন গ্যালারিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement