ফ্যাশনের মঞ্চে প্রকৃতি

২০০৩। পূর্ব জাভার জেম্বারে শুরু হয় ‘জেম্বার ফ্যাশন ফেস্টিভ্যাল’। স্থানীয় ডিজাইনারদের পোশাক ভাবনায় মূলত থাকে প্রকৃতি। এই ফ্যাশন উত্সবের সময় জেম্বারের রাজপথই হয়ে ওঠে র‌্যাম্প। মডেলদের রঙিন পোশাকে সেজে পারফর্মও করতে হয়। সেই ছবিই দেখুন গ্যালারিতে।

Advertisement
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ১২:৫৩
Share:

মাথায় যেন ম্যাকাওয়ের পালকের সাজ। জেম্বারের রাস্তায় এক মডেল।

২০০৩। পূর্ব জাভার জেম্বারে শুরু হয় ‘জেম্বার ফ্যাশন ফেস্টিভ্যাল’। সেই থেকে একটানা চলছে এই উত্সব। স্থানীয় ডিজাইনারদের পোশাক ভাবনায় মূলত থাকে প্রকৃতি। এই ফ্যাশন উত্সবের সময় জেম্বারের রাজপথই হয়ে ওঠে র‌্যাম্প। মডেলদের রঙিন পোশাকে সেজে পারফর্মও করতে হয়। সেই ছবিই দেখুন গ্যালারিতে। ছবি: গেটি ইমেজেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement