দেখুন, কী ভাবে বার বার ধূমকেতুর আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে বৃহস্পতি

কোটি কোটি বছর ধরে এই সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি তার জোরালো অভিকর্ষ বলের টানে ধূমকেতু আর গ্রহাণু বা উল্কার গতিপথ বদলে দিয়ে বার বার বাঁচিয়েছে পৃছিবীকে। এখনও বাঁচিয়ে চলেছে। ’৯৪ সালে বৃহস্পতি না থাকলে ‘শ্যুমাখার-লেভি’ ধূমকেতু আছড়ে পড়ত পৃথিবীর বুকেই। তাতে ভয়ঙ্কর ঘটনা ঘটত পৃথিবীর বায়ুমণ্ডলে। কিন্তু, তার জোরালো অভিকর্ষ বলের টানে ওই ধূমকেতু পথ বদলিয়ে আছড়ে পড়ে বৃহস্পতির ওপর। ওই অভিঘাতে বড় ক্ষতের সৃষ্টি হয় বৃহস্পতির পিঠে। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ধূমকেতুও। এই ভাবে বার বার ধূমকেতু, গ্রহাণু বা উল্কার আঘাতে ক্ষতবিক্ষত বৃহস্পতির নানা রকমের নজরকাড়া ছবি নিয়েই এই গ্যালারি।

Advertisement
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৫
Share:

৯৪ সালে ‘শ্যুমাখার-লেভি’ ধূমকেতু বৃহস্পতির ওপর আছড়ে পড়ার পর বিস্ফোরণের ছবি।

কোটি কোটি বছর ধরে এই সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি তার জোরালো অভিকর্ষ বলের টানে ধূমকেতু আর গ্রহাণু বা উল্কার গতিপথ বদলে দিয়ে বার বার বাঁচিয়েছে পৃছিবীকে। এখনও বাঁচিয়ে চলেছে। ’৯৪ সালে বৃহস্পতি না থাকলে ‘শ্যুমাখার-লেভি’ ধূমকেতু আছড়ে পড়ত পৃথিবীর বুকেই। তাতে ভয়ঙ্কর ঘটনা ঘটত পৃথিবীর বায়ুমণ্ডলে। কিন্তু, তার জোরালো অভিকর্ষ বলের টানে ওই ধূমকেতু পথ বদলিয়ে আছড়ে পড়ে বৃহস্পতির ওপর। ওই অভিঘাতে বড় ক্ষতের সৃষ্টি হয় বৃহস্পতির পিঠে। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ধূমকেতুও। এই ভাবে বার বার ধূমকেতু, গ্রহাণু বা উল্কার আঘাতে ক্ষতবিক্ষত বৃহস্পতির নানা রকমের নজরকাড়া ছবি নিয়েই এই গ্যালারি।

Advertisement

আরও পড়ুন- বৃহস্পতি, শনির ‘দাদাগিরি’ই বাঁচিয়ে চলেছে পৃথিবীকে

প্রাণের খোঁজে শনির চাঁদে সাবমেরিন পাঠাচ্ছে নাসা, দেখুন ভিডিও

Advertisement

ছবি সৌজন্যে: নাসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন