বাড়িয়ে দাও তোমার হাত : সোনম কপূর আর সলমন খান।
রাজশ্রী ফিল্মস-এর প্রেম মানেই সলমন খান! আর, সেই সূত্রে সেলুলেয়েডে নানা নায়িকার সঙ্গে সলমনের উদ্যাপিত প্রেম-মুহূর্ত। ভাগ্যশ্রী, সোনালি বেন্দ্রে, মাধুরী দীক্ষিত হয়ে এ বার সেই প্রেমলীলায় সামিল সোনম কপূর। রাজশ্রী নায়িকাদের সঙ্গে সলমনের সেই সব রোমান্সের কয়েক ঝলক এই গ্যালারিতে।