কোন দেশের বিয়ের রং কী? জেনে নিন

বিয়ে মানেই উদযাপন, বিয়ে মানেই উত্সব, বিয়ে মানেই রং। পৃথিবীর সব দেশেই ছবিটা একই রকম। এই রঙের ব্যবহারেই লুকিয়ে রয়েছে বিভিন্ন দেশের ঐতিহ্য, ইতিহাস। কোনও দেশে যে রং সৌভাগ্যের প্রতীক, অন্য দেশে সে রঙই হয়তো ডেকে আনে ঘোর অমঙ্গল। এই গ্যালারিতে দেখে নিন কোন দেশের বিয়ের রং কী।

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১৭:০৮
Share:

জাপান: কালো ছাড়া সব রংই জাপানিদের কাছে শুভ। তবে বিয়ের জন্য তাঁরা বেছে নেন লাল-সাদা পোশাক। এই দুই রঙের মিশেলেই তৈরি হয় ওয়েডিং কিমোনো।

বিয়ে মানেই উদযাপন, বিয়ে মানেই উত্সব, বিয়ে মানেই রং। পৃথিবীর সব দেশেই ছবিটা একই রকম। এই রঙের ব্যবহারেই লুকিয়ে রয়েছে বিভিন্ন দেশের ঐতিহ্য, ইতিহাস। কোনও দেশে যে রং সৌভাগ্যের প্রতীক, অন্য দেশে সে রঙই হয়তো ডেকে আনে ঘোর অমঙ্গল। এই গ্যালারিতে দেখে নিন কোন দেশের বিয়ের রং কী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement